For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশি বোলার ৪ বলে কেন দিলেন ৯২ রান, কীভাবে দিলেন? জানুন আসল সত্য

বাংলাদেশি এক ক্লাব ক্রিকেটার মাত্র ৪ বলে ৯২ রান দিয়ে খবরেরে শিরোনামে উঠে এসেছেন। তবে ঢাকায় খেলা সেই দ্বিতীয় ডিভিশন লিগ ম্যাচে কেন এমন হল সেই কারণ একেবারেই অভিনব।

  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশি এক ক্লাব ক্রিকেটার মাত্র ৪ বলে ৯২ রান দিয়ে খবরেরে শিরোনামে উঠে এসেছেন। তবে ঢাকায় খেলা সেই দ্বিতীয় ডিভিশন লিগ ম্যাচে কেন এমন হল সেই কারণ একেবারেই অভিনব। বলা যেতে পারে প্রতিবাদী ভাবনা থেকেই মাত্র ৪ বলে ৯২ রান দিয়েছেন ওই তরুণ বোলার।

২৫তম স্ত্রীর করা অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বামী

বাড়িতে নিজের চিতা সাজিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

আসলে ঘটনা হল, ঢাকায় দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ হচ্ছিল লালমাটিয়া ক্লাব বনাম অ্যাক্সিওম ক্রিকেটারদের মধ্যে। লালমাটিয়ার সুজন মাহমুদ ১৫টি নো বল করেন ও ১৩টি ওয়াইড করেন। যার বেশিরভাগই বাই চার হয়ে যায়। এবং নিজের চারটি বৈধ ডেলিভারিতে ১২ রান দেন সুজন। সবমিলিয়ে ৪ বলে ৯২ রান ওঠে। অ্যাক্সিওম ১০ উইকেটে ম্যাচ জেতে।

বাংলাদেশি বোলার ৪ বলে কেন দিলেন ৯২ রান, কীভাবে দিলেন? জানুন

লালমাটিয়া ক্লাব প্রথম থেকেই আম্পায়ারিংয়ের প্রতিবাদ করেছিল। টসের সময় তাদের কয়েন দেখতে দেওয়া হয়নি। ম্যাচের মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নেওয়া হয়। সেজন্য সবমিলিয়ে মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায় লালমাটিয়ার ইনিংস। ফলে প্রতিবাদে জঘন্য বোলিং করে ম্যাচ ছেড়ে দেয় লালমাটিয়া।

থালা নেই, রোগীকে মাটিতে খাবার বেড়ে দিল রাঁচির হাসপাতাল

৮ ঘণ্টা লাগাতার ঝগড়া করে জ্ঞান হারালেন দুই মহিলা!

লালমাটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক আদনান হরমান দীপন গোটা ঘটনা সংবাদমাধ্যমে জানান। এই টুর্নামেন্টে এর আগেও জঘন্য আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। গত সোমবার ফিয়ার ফাইটার ক্লাবের তাসনিম হাসান আম্পায়ারিংয়ের প্রতিবাদে ৭টি ডেলিভারিতে ৬৯ রান দেন।

English summary
No balls, wides reign as Bangladesh bowler protests umpiring
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X