For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশ সফরে আগাগোড়া থাকবে বউ, এমন বিরাট-আবেদন নিয়ে কি জানাল বিসিসিআই

স্ত্রী ও বান্ধবীদের সম্পূর্ণ বিদেশ সফরে সঙ্গে থাকার অনুমতি দেওয়ার জন্য বিরাট কোহলির আবেদন করেছিলেন বিসিসিআইয়ের কাছে।

Google Oneindia Bengali News

শোনা গিয়েছিল, দীর্ঘ বিদেশ সফরে আগাগোড়া অনুষ্কার সঙ্গ পাওয়ার জন্য বোর্ডের কাছে দরবার করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সুপ্রিম কোর্ট নিয়োজিত ক্রিকেট প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই রবিবার সেই খবরের সত্যতা মেনে নিলেন। কিন্তু তিনি জানিয়েছেন এই নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হবে না।

বিদেশ সফরে আগাগোড়া থাকবে বউ, এমন বিরাট-আবেদন নিয়ে কি জানাল বিসিসিআই

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, 'হ্যা বিরাট অনুরোধ জানিয়েছেন। তবে এনিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হবে না। আমরা বিষয়টি নতুন বোর্ড কর্তাদের জন্য রেখে দেব। এখন নীতি বদলাবে না।'

এবছরের শুরুতে বিসিসিআই এনিয়ে তাদের নীতি ঘোষণা করেছিল। তাতে বলা হয়েছিল বিদেশ সফরে মাত্র দুই সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন। কিন্তু সদ্য সমাপ্ত ইংল্যান্ডড সফরে এই নাতির লঙ্ঘন ঘটে। দোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের স্ত্রীরা ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরে গেলেও একমাত্র অনুষ্কা শর্মা টেস্ট সিরিজেও দলের সঙ্গে সফর চালিয়ে যান।

ভারতীয় হাই কমিশনে অফিসিয়াল টিম ফটো সেশনে, দলের সঙ্গে তাঁর উপস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা অসন্তোষও প্রকাশ করেছিলেন। কিন্তু বিরাট অনুষ্কাকে সমর্থন জানিয়ে বলেছিলেন তিনি থাকলে বিরাটের পারফরম্যান্স ভাল হয়।

শনিবারই একটি সূত্র জানিয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী-বান্ধবীদের যাতে সফরের পুরো সময়টা সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিনোদ রাইয়ের বিবৃতি অনুযায়ী আগামী অস্ট্রেলিয়া সফরেও স্ত্রী-বান্ধবীদের ২ সপ্তাহের বেশি কাছে পাবেন না ক্রিকেটাররা। সেখানেও অনুষ্কার একক উপস্থিতি থাকে কিনা, সেটাই দেখার।

English summary
Virat Kohli has appealed to the BCCI to allow wives and girlfriends in full overseas tours. CoA Vinod Rai has said that, the committee is not going to take any immediate decision on the appeal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X