For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই ধোনি-ধাওয়ান! প্রাক্তন ক্রিকেটারের এমন পছন্দে উঠছে প্রশ্ন!

২০২০ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বাকি আর মাত্র ৯মাস। তার আগে বিশ্বকাপকে মাথায় রেখে পছন্দের ১৫ সদস্যের নাম জানালেন ভি ভি এস লক্ষ্মণ।

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বাকি আর মাত্র ৯মাস। তার আগে বিশ্বকাপকে মাথায় রেখে পছন্দের ১৫ সদস্যের নাম জানালেন ভি ভি এস লক্ষ্মণ।

ওপেনার কারা

ওপেনার কারা

বিশ্বকাপের জন্য লক্ষ্মণের পছন্দের দলে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল রয়েছেন। রোহিতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাহুল দারুণ ব্যাটিং করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৬২(প্রথম ম্যাচে) ও ৯১রান (তৃতীয় ম্যাচে) ও ওডিআই সিরিজে রাহুল ১০২(দ্বিতীয় ম্যাচে) ও ৭৭ রান (তৃতীয় ম্যাচে) হাঁকিয়েছেন। অন্যদিকে ধাওয়ান চোট আঘাতের পর প্রত্যাবর্তন করছেন। সেকারণের সম্ভবত পছন্দের দলে ধাওয়ানকে বাদ দিয়ে রাহুলকে এগিয়ে রাখলেন লক্ষ্মণ।

তিন, চার ও পাঁচে কারা

তিন, চার ও পাঁচে কারা

কিংবদন্তি লক্ষ্মণের মতে তিনে বিরাট, চারে শ্রেয়স আইয়ার আদর্শ ও পাঁচে ঋষভ পন্থ।এছাড়া মণীশকেও পছন্দের তালিকায় রেখেছেন তিনি।

অলরাউন্ডর হিসেবে কাঁদের বিশ্বকাপে খেলতে দেখতে চান

অলরাউন্ডর হিসেবে কাঁদের বিশ্বকাপে খেলতে দেখতে চান

অলরাউন্ডর হিসেবে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাকে বিশ্বকাপের দলে দেখতে চান লক্ষ্মণ।

পেসারদের তালিকা

পেসারদের তালিকা

পেসবিভাগে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও দীপক চাহারকে রেখেছেন লক্ষ্মণ।

 স্পিনবিভাগ

স্পিনবিভাগ

লক্ষ্মণের পছন্দের তালিকায় স্পিনবিভাগে কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল রয়েছেন।

নেই ধোনি

নেই ধোনি

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে পন্থকে এগিয়ে রাখলেন লক্ষ্মণ। পছন্দের বিশ্বকাপ ১৫ দলে ধোনিকে রাখেননি দেশের প্রাক্তন এই ব্যাটসম্যান।

একনজরে বিশ্বকাপের জন্য লক্ষ্মণের পছন্দের দল

একনজরে বিশ্বকাপের জন্য লক্ষ্মণের পছন্দের দল

বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার

English summary
No MS Dhoni,No Shikhar Dhawan in VVS Laxman's picked 15-member India squad for 2020 t20 WC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X