For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল না হলে বেতন নয়, করোনা ভাইরাসে অস্বস্তি বাড়ছে বিরাট কোহলিদের

আইপিএল না হলে বেতন নয়, করোনা ভাইরাসে অস্বস্তি বাড়ছে বিরাট কোহলিদের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে পিছিয়ে গিয়েছে আইপিএল। পরিস্থিতি এমন যে আরও পিছিয়ে দেওয়া হতে পারে টুর্নামেন্ট। বন্ধও হতে পারে প্রতিযোগিতা। তেমনটা হলে অস্বস্তি বাড়তে পারে বিরাট কোহলিদের। কারণ আইপিএল না হলে ক্রিকেটারদের বেতন আটকে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরুর নির্ধারিত দিন ধার্য করেছে বিসিসিআই। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ওই সময়ের মধ্যেও আইপিএল শুরু করা যাবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝে আরও পিছিয়ে দেওয়া হতে পারে টুর্নামেন্ট। বন্ধও করে দেওয়া হতে পারে আইপিএল।

বিকল্প ভাবনা

বিকল্প ভাবনা

উদ্ভুত পরিস্থিতিতে তিন রকমের ভাবনা মাথায় ঘুরছে বিসিসিআই-র। প্রথমত, করোনা ভাইরাসের প্রভাব না কমলে চলতি বছরের জুলাই-অগাস্টে হতে পারে আইপিএল। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারণ ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১-এ অনুষ্ঠিত হতে পারে। সেই স্থানে আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে, তার পরিবর্তে আইপিএল হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

বেতন পাবেন না ক্রিকেটাররা

বেতন পাবেন না ক্রিকেটাররা

করোনা ভাইরাসের কারণে আইপিএল না হলে তুমুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিসিসিআই। চওড়া লোকসানের মুখে পড়বে টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিগুলি। খেলা না হলে ক্রিকেটারদের বেতন নাও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তীব্র আর্থিক মন্দার জেরে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের বেতনও কেটে নিতে পারে বলে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি সংস্থা) তরফে আভাস দেওয়া হয়েছে।

আইপিএলের বেতন পদ্ধতি

আইপিএলের বেতন পদ্ধতি

বিসিসিআই ও আইপিএল কমিটির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নির্ধারিত বেতনের ১৫ শতাংশ ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলা হয়। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটাররা পান বেতনের ৬৫ শতাংশ। বাকি টাকা আইপিএল শেষ হয়ে যাওয়ার পর একটি নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়।

English summary
No play, no pay is the concern of IPL amid corona virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X