For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অদূর ভবিষ্যতে ভারত-পাক ক্রিকেটের সম্ভাবনা খতম!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জুলাই : ক্রিকেট আর সন্ত্রাসবাদ একসঙ্গে হাত ধরাধরি করে চলতে পারে না। পাঞ্জাবের গুরদাসপুরে জঙ্গি হামলার প্রেক্ষিতে এমনই কড়া বক্তব্য পেশ করলেন বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর।

ভারতীয় ক্রিকেট বোর্ড যে কোনওভাবেই সন্ত্রাসবাদকে উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না তা এদিন স্পষ্ট করে দিয়েছেন অনুরাগ ঠাকুর। এদিন জঙ্গি হামলার পরে ঘটনার কড়া নিন্দা করে একথাই জানান তিনি।

অদূর ভবিষ্যতে ভারত-পাক ক্রিকেটের সম্ভাবনা খতম!

এদিনের ঘটনার পরে আগামী ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলে ঠিক থাকা ভারত-পাক সিরিজের কোনও সম্ভাবনা রয়েছে কিনা সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তখনই তিনি সম্পাদক হিসাবে বিসিসিআইয়ের কড়া অবস্থানের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, "ভারতীয় হিসাবে এই ঘটনার কড়া নিন্দা করছি। সবার প্রথমে রয়েছে দেশ। পাকিস্তানকে বুঝতে হবে এই পরিস্থিতিতে ক্রিকেট খেলা সম্ভব নয়। একইসঙ্গে দেশের নিরাপত্তার বিষয়টিকেও কোনওভাবে উপেক্ষা করা যাবে না।"

ভারত-পাকিস্তানের সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে জটিলতা রয়েছে। তা ঠিক না করে এই পরিস্থিতিতে কোনওভাবেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা সম্ভব নয় বলেও সরাসরি জানান অনুরাগ ঠাকুর।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলার কথা ছিল ভারতের। এই পরিস্থিতিতে যা কোনওভাবেই সম্ভব নয় বলেই স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।

English summary
No possibility of Indo-Pak cricket series in coming future : Anurag Thakur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X