বর্তমান বিশ্বে সবচেয়ে ফিট খেলোয়াড়দের তালিকায় প্রথম তিনের মধ্যে থাকবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট থেকে মুহূর্তের জন্য ছুটি পেলেই ফিটনেস সাধনায় মেতে ওঠেন বিরাট।
কেরিয়ারের শুরুতে ফিটনেসকে গুরুত্ব না দিলেও পরে শরীরচর্চার গুরুত্ব বুঝে নিজেকে অন্যভাবে প্রস্তুত করতে শুরু করেন কোহলি। কোহলির দিন যাপনের লাইফ স্টাইল সম্পর্কে যারা ওয়াকিবহাল তাদের কাছে এটা নতুন তথ্য নয়। কিন্তু এই সাধনাতেই ছয় থেকে আট প্যাক করে ফেলছেন ভারত অধিনায়ক, সেটা কী জানা ছিল!
ইন্দোর টেস্টের পর দিন দুয়েকের ছুটি। যার সন্ধ্যেটা ভারতীয় দলের কাটছে গোলাপি বলে প্রস্তুতি সেরে। সকালটায় তাই জিমে বাড়তি ঘাম ঝড়াচ্ছেন অধিনায়ক বিরাট। অকান্ত পরিশ্রমের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোহলি লিখেছেন,'নো ডেস অফ'। যার অর্থ জীবনে ছুটির দিন বলে কিছু হয়না!
বিরাটের সাফল্যে পিছনে এটাই মন্ত্র। ভারত অধিনায়ক একাধিক ইন্টারভিউয়ে এই মন্ত্রের উল্লেখ করেছেন। এবার যেটা নতুন, তা বিরাটের আট প্যাক! জিমে গা ঘামানোর সময় দেখা গিয়েছে বিরাটের পেটে ছয়ের বদলে এখন আট প্যাক তৈরি হয়েছে।
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli) on Nov 17, 2019 at 8:56pm PST
প্রসঙ্গত বিরাটের অধিনায়কত্বে ভারতীয় দলের মধ্য়ে এখন ফিটনেস সংস্কৃতি তৈরি হয়েছে। যেখানে মহম্মদ শামির মতো ক্রিকেটার বিরিয়ানি ছেড়ে জিমে বাড়তি পরিশ্রম করে এই মুহূর্তে বল হাতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। শুধু শামিই নয় রোহিত, ধাওয়ান, অশ্বিন, বুমরাহরাও নিয়মিত শরীর চর্চাকে রোজের রুটিনে ঢুকিয়ে নিয়েছেন।
View this post on InstagramThe hustle never stops 💪🏻 Getting into the groove for the Test series 🏋️♂️🏋️♂️ #TeamIndia
A post shared by Mohammad Shami (@mdshami.11) on Nov 9, 2019 at 7:58am PST
View this post on InstagramNo Practice session because of 🌧 ☔️ but Good gym session with the Boy’s 🏋🏻♀️🏋🏻♂️
A post shared by Mohammad Shami (@mdshami.11) on Jun 11, 2019 at 5:50am PDT