For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ফকর, কৃতিত্ব দিলেন পাকিস্তানের মানুষকে

নিজের সাফল্যের জন্য দেশবাসীকে কৃতিত্ব দিলেন ফকর জামান।

Google Oneindia Bengali News

নতুন বিশ্ব রেকর্ড করে সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার ফাকার জমানা এবং ইমাম-উল-হক। একদিনের ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপে নতুন রেকর্ড তৈরি করেছেন এই দুই ক্রিকেটার। ২০০৬ সালে গড়া উপল থরঙ্গা এবং সনৎ জয়সূর্যের ২৮৬ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড ভেঙে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে প্রথম উইকেটে তুলেছেন ৩০৪ রান।

নয়া রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ফকর, কৃতিত্ব দিলেন পাকিস্তানের মানুষকে

২৪টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল ফকরের ইনিংস। ১৫৬ বলে ২১০ রান করেন তিনি। ম্যাচের শেষ পর্যন্ত নট আউট করেন ফকর। ফকরের ওপেনিং সঙ্গী প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাইপো ইমাম-উল ১২২ বলে করেন ১১৩ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮টি চার দিয়ে। ইমাম আউট হওয়ার পর ২২ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন আসিফ আলি। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং তিনটি ছয় দিয়ে।

নয়া এই নজির গড়ার দিন ওডিআই কেরিয়ারে প্রথম দ্বি-শতরান পাওয়া ফকর জমানা বলেন, 'ড্রেসিংরুম থেকে বিশেষ কোনও নির্দেশ ছিলা না। নামার আগে আমাদের শুধু বলা হয়েছিল ইনিংসকে ভাল ভাবে এগিয়ে নিয়ে যেও। আমরাও চেয়েছিলাম যাতে দল ভাল স্টার্ট পায়।'

এদিন যে তাঁর ব্যাট থেকে ডবল সেঞ্চুরি আসবে, তা কিন্তু কোনও ভাবেই বুঝতে পারেননি ফকর। তিনি বলেন, 'প্রথম থেকে আমার লক্ষ্য ছিল যাতে দলের ইনিং পাশাপাশি নিজের ইনিংসটা ভাল করে শুরু করতে পারি এবং সঠিক ক্রিকেটিং শট খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারি। সেটাই করেছি এবং সাফল্য এসেছে।'

প্রথম পাকিস্তানী ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করা ফকর বলেন, 'দারুণ লাগছে দেশের হয়ে প্রথম দ্বিশতরান করে। সিনিয়ার ক্রিকেটার এবং পাকিস্তানের সমর্থকদের আশীবার্দেই আমি আজ এই সাফল্য পেয়েছি। চেষ্টা করব আগামী দিনে এর থেকেও ভাল খেলতে।'

English summary
Fakhar Zaman thanks entire nation and senior crickets for his success.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X