For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চ : এক কীর্তির মালিক হন সচিন, পর্যুদস্ত হয় ধোনির ভারত

৩১ মার্চ : এক কীর্তির মালিক হন সচিন, পর্যুদস্ত হয় ধোনির ভারত

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে যখন শিঁটিয়ে গিয়েছে বিশ্ববাসী, তখন তারই মধ্যে ভালো-মন্দ মিশিয়ে দিনটি স্মরণ করতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কারণ ৩১ মার্চেই ওয়ান ডে ক্রিকেটে অনন্য নজিরের মালিক হয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একই দিনে দেশের মাটিতে অপমানিত হতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।

২০০১-র ৩১ মার্চ

২০০১-র ৩১ মার্চ

মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে খেলতে নেমেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচে সীমিত ওভারের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। সেদিন ১২৫ বলে ১৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। ১১৮ রানে ম্যাচ জিতেছিল ভারত। ৩১ মার্চে ঘটেছিল সেই ঘটনা।

দ্রুততম সচিন

দ্রুততম সচিন

২৫৯টি ৫০ ওভারের ইনিংস খেলে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ার রেকর্ড ১৭ বছর ধরে রেখেছিলেন লিটল মাস্টার। ২০১৮ সালের ২৪ অক্টোবর সচিন তেন্ডুলকরের সেই রেকর্ড ভেঙে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ২০৫টি ওয়ান ডে ইনিংস খেলে ১০ হাজার রান পূর্ণ করেন ভিকে। সবমিলিয়ে বিশ্বে মোট ১৪ জন ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারত। আগে ব্যট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল মেন ইন ব্লু। ৪৭ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তবে সেই ম্যাচ হেরেছিল ভারত। ৩৬ বলে ৭৩ রান বাকি থাকা অবস্থা থেকে ক্যারিবিয়ান শিবিরের হয়ে ম্যাচ বের করেন লেন্ডল সিমন্স ও আন্দ্রে রাসেল। শেষ ওভারে বিরাট কোহলির বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতেন রাসেল। সেই বিশ্বকাপও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি-র টুইট

ভারতীয় ক্রিকেটে বিপর্যয়ের সেই দিনটি স্মরণ করেছে আইসিসি। টুইটারে রাসেল ও সিমন্সের বিধ্বংসী ব্যাটিং-র ভিডিও পোস্ট করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

English summary
On this day Sachin Tendulkar scales 10 thousands ODI runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X