For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজকের দিনেই বীরেন্দ্র সেহওয়াগের এই স্পেশাল কীর্তি হয়েছিল


 সোশ্যাল মিডিয়ায় সেহওয়াগকে উদ্দেশ করে আজ শুভেচ্ছার জোয়ার। বীরুর জন্মদিন তো অক্টোবরে, তবে ডিসেম্বরে শুভেচ্ছা কেন?

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় সেহওয়াগকে উদ্দেশ করে আজ শুভেচ্ছার জোয়ার। বীরুর জন্মদিন তো অক্টোবরে, তবে ডিসেম্বরে শুভেচ্ছা কেন?

সেহওয়াগের কীর্তি

সেহওয়াগের কীর্তি

বীরু ক্রিকেট ছেড়েছেন অনেকদিন, কিন্তু তাঁর কীর্তির দিনগুলো আজও মনে রেখেছেন হাজারও ক্রিকেটভক্ত। ফ্যানেদের হৃদয়ে আজও নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন নবাব অফ নজফগড়। ২০১১ সালে আজকের দিনেই ওডিআইয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরির কীর্তি ছুঁয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ওডিআইতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১০ সালে গোয়ালিওরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দ্বিশতরানটি করেন সচিন তেন্ডুলকর।

ওডিআইতে সচিনের সর্বোচ্চ রানকে টপকে গিয়েছিলেন সেহওয়াগ

ওডিআইতে সচিনের সর্বোচ্চ রানকে টপকে গিয়েছিলেন সেহওয়াগ

সচিনের সেই কীর্তি ছাপিয়ে গিয়ে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে ২১৯ রান (১৪৯ বল খেলে) হাঁকিয়েছিলেন সেহওয়াগ। বীরুর ধুঁয়াধার সেই ইনিংস সাজানো ছিল ২৫টি চার ও ৭টি ছয় দিয়ে। সেহওয়াগের ব্যাটে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত ৪১৮ রান তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে অলআউট হয়। ভারত ম্যাচ জেতে ১৫৩ রানে। ভারতীয় ওপেনার সেহওয়াগের ওডিআই দ্বিশতরানের আজ ৮ বছর পূর্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে সেহওয়াগের রানের পরিসংখ্যান

আন্তর্জাতিক ক্রিকেটে সেহওয়াগের রানের পরিসংখ্যান

দেশের হয়ে ১০৪টি টেস্ট খেলে সেহওয়াগ ৮৫৮৬ রান হাঁকিয়েছেন। যেখানে ২৩টি শতরান, ৬টি দ্বিশতরান ও ৩২টি অর্ধশতরান রয়েছে। অন্যদিকে ওডিআইয়ে ২৫১ ম্যাচ খেলে সংগ্রহ ৮২৭৩ রান। ১৫টি শতরান, একটি দ্বিশতরান ও ৩৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে দেশের জার্সিতে ১৯টি টি-টেয়েন্টি ম্যাচ খেলে বীরুর সংগ্রহ ৩৯৪ রান, ঝুলিতে ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

English summary
On this day:Virender Sehwag scored odi double century on this day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X