For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ জুন : বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখেছিল ভারত

১৬ জুন : বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখেছিল ভারত

  • |
Google Oneindia Bengali News

এক বছর আগের ১৬ জুন, ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে দারুণ ব্যাট করেছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার তথা সহ-অধিনায়ক রোহিত শর্মা। দেখে নেওয়া যাক সেই ম্যাচের কিছু ঝলক।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ ৮৯ রানে জিতেছিল ভারত।

আগে ব্যাট করেছিল ভারত

আগে ব্যাট করেছিল ভারত

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ১১৩ বলে ১৪০ রান করেছিলেন ওপেনার রোহিত শর্মা। ৭৮ বলে ৫৭ রান করেছিলেন কেএল রাহুল। ৬৫ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি পেসার মহম্মদ আমির। পেসার হাসান আলি ১ উইকেট নিলেও ১০ ওভারে ৮৪ রান দিয়েছিলেন। তা বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বাধিক।

পাকিস্তানের জবাব

পাকিস্তানের জবাব

বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে জবাব দিতে নেমে ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে। অল-রাউন্ডার বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া ও কেদার যাদব ২টি করে উইকেট নিয়েছিলেন।

সাতে সাত

সাতে সাত

১৯৯২ সাল থেকে সাত বার বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। প্রতিবারই চিরশত্রু শিবিরকে হারিয়ে নয়া রেকর্ড কায়েম করেছে নীল ব্রিগেড। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে ১১ বার পাকিস্তানকে হারিয়েছে ভারত।

২০০১-এ ভাজ্জিতে আস্থা দেখানো সাহসী সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ভেরি ভেরি স্পেশাল২০০১-এ ভাজ্জিতে আস্থা দেখানো সাহসী সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ভেরি ভেরি স্পেশাল

English summary
One year ago on this day India beat Pakistan in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X