For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়ো-ইয়ো টেস্টের সময় যদি তুমি থাকতে.. মহারাজকে শুভেচ্ছা জানিয়ে যুবরাজের মন্তব্য

যুবি বলেন, "আমার বিশ্বাস সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে দারুণ কাজ করবেন। তিনি খেলোয়াড়দের নজরে প্রশাসনিক সিদ্ধান্তগুলি আরও ভালো ভাবে নিতে পারবেন।"

Google Oneindia Bengali News

২০০০ সালের অক্টোবরে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজের। মহারাজের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে আগমন তাঁর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 17 বছর কাটিয়েও যোদ্ধা যুবরাজের ক্রিকেট থেকে বিদায়টা সুখকর ছিল না। কেরিয়ারের শেষ দিকে ভারতকে বিশ্বকাপ জেতানো যুবির ভাগ্যে জুটেছে শুধুই আনফিট তকমা। যদিও সেই আনফিট তকমা লেগেছিল ইয়ো-ইয়ো টেস্টে পাশ না করতে পারায়। আর এবার সেই ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে নিজের প্রিয় দাদার কাছেই নালিশ জানালেন যুবি।

ইয়ো-ইয়ো টেস্টের সময় যদি তুমি থাকতে.. মন্তব্য যুবরাজের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিই-এর মসনদে বসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে ক্রিকেট জীবনের সতীর্থ ও শিষ্যদের থেকে ভেসে আসছে একের পর এক শুভেচ্ছা বার্তা। এবার সেই শুভেচ্ছাবার্তা প্রেরকদের তালিকায় যওগ হল যুবরাজ সিংয়ের নামও। নিজের প্রিয় ক্যাপ্টেনকে নতুন পদে আসীন হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে যুবি বলেন, "আমার বিশ্বাস সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে দারুণ কাজ করবেন। তিনি খেলোয়াড়দের নজরে প্রশাসনিক সিদ্ধান্তগুলি আরও ভালো ভাবে নিতে পারবেন।" এরপরই মজার ছলে যুবি বলেন, "ভালোই হল যদি ইয়ো-ইয়ো টেস্ট লাগুর সময়টাতে সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকতেন।"

গতকালই সৌরভের উদ্দেশ্যে টুইট করে যুবরাজ লিখেছিলেন, "তুমি যত বড় ব্যক্তিত্ব, তোমার এগিয়ে চলার পথ তার থেকেও বড়। ভারতীয় দলের অধিনায়ক থেকে বিসিসিআই প্রেসিডেন্ট। একজন প্রাক্তন ক্রিকেটার প্রশাসনে বসায় খুব ভালো হল। এবার প্রশাসনে থাকা বাকিদের সে খেলোযাড়দের দৃষ্টভঙ্গির সঙ্গে অবগত করাতে পারবে।"

ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুবরাজ। জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেছিলেন ২০১৭ সালের জুনে। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও দারুণ কার্যকর ছিলেন যুবরাজ। ছিলেন তার প্রজন্মের সেরা ভারতীয় অলরাউন্ডার। ফিল্ডার হিসেবেও তার জুড়ি মেলা ভার। দেশের মাটিতে দলকে জিতিয়েছিলেন ২০১১ বিশ্বকাপ। তবে সেই বিশ্বজয়ী মুহূর্তের পরেই ক্যান্সারের খবরে কেরিয়ারে সাময়িক ছেদ হয়। ক্যানসার সারিয়ে ফিরে এসে বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ জেতানো পারফর্ম্যান্স করলেও ধারাবহিকতার অভাবে দল থেকে ছিটকে যান। পরে আনফিট তকমা দিয়ে দল থেকে দূরে রাখা হয় তাঁকে। সেই উপেক্ষার জেরেই চলতি বছরের জুন মাসে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন যুবি। তবে সৌরভ প্রেসিডেন্ট হতে চলায় তাঁর মনে হয়, শুধু যদি সেই সময় দাদা থাকত...

English summary
Only if Sourav Ganguly was the BCCI president during yo yo test urges Yuvraj singh after congratulating him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X