For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যারেম্যারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই শুরু হল ক্রিকেট বিশ্বকাপ

প্রত্যাশার পাহাড় জমলেও তেমন জমকালো হল না ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২তম ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক ১৯৯৯-র মতোই অনাবশ্যক ধোঁয়ার ব্যবহারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরো বেরঙিন দেখিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশার পাহাড় জমলেও তেমন জমকালো হল না ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২তম ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক ১৯৯৯-র মতোই অনাবশ্যক ধোঁয়ার ব্যবহারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরো বেরঙিন দেখিয়েছে। এক কথায় প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলন ছাড়া এই ইভেন্ট থেকে তেমন কিছু পাওনা নেই বলেই জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

ম্যারেম্যারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই শুরু হল ক্রিকেট বিশ্বকাপ

রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের কাছেই একটি মলে আয়োজিত হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। গান-বাজনার মাঝে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দশটি দেশের অধিনায়ক মঞ্চে উঠতেই দর্শকের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ভারতের অধিনায়ক বিরাট কোহলির নাম ঘোষাণা হতেই অনুষ্ঠান স্থল চিৎকারে ফেটে পড়ে। ভারত তো বটেই, ইংল্যান্ডেও এত ভারতীয় সমর্থকের প্রত্যাশার চাপ যে তিনি অনুভব করছেন, তা অকপটে স্বীকার করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। একে একে মাইক হাতে নিজেদের দলের কথা বলেন অন্যান্য দেশের অধিনায়করাও।

ম্যারেম্যারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই শুরু হল ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভিভিয়ান রিচার্ডস, জাক কালিস, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিন্টফের মতে প্রাক্তন তারকারা। তাঁরা প্রত্যেকেই এই বিশ্বকাপে নিজেদের দেশ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে কথা বলেন। শুভেচ্ছা জানান অন্যান্য দলগুলিকেও।

ম্যারেম্যারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই শুরু হল ক্রিকেট বিশ্বকাপ

এরপর সিক্সটি সেকেন্ডস চ্যালেঞ্চ নামে এক অভিনব প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন প্রাক্তন খেলোয়াড় থেকে বিভিন্ন জগৎ থেকে আসা বিশেষ অতিথিরা। যেখানে মজার ছলে ক্রিকেট এবং তার বাইরের বিভিন্ন জিনিস নিয়ে বিস্তর নাড়াঘাটা করা হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে, বলিউড তারকা ফারহান আখতার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। পাকিস্তানের হয়ে এই খেলায় অংশ নেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসফজাই।

এছাড়া ভিভিয়ান রিচার্ডস, জাক কালিস, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং ব্রেট লি-র মতো প্রাক্তন ক্রিকেটাররাও এই প্রতিযোগীতায় অংশ নেন। হাসি-ঠাট্টার মধ্যেই আরো এক প্রাক্তন ক্রিকেটার ডেভিড বুনের কড়া অ্যাম্পায়ারিংয়ে ফাইনালে ইংল্যান্ড দল ৭৪ রানে হারায় অস্ট্রেলিয়াকে। সবচেয়ে কম স্কোর করে ভারত (১৯)।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
Opening ceremony was not as impressive, still it is World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X