For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লডা়ইয়ে মোদীর ভারতের কাছে ১০ হাজার ভেন্টিলেটর চেয়ে ট্রোলের মুখে শোয়েব আখতার

করোনা লডা়ইয়ে মোদীর ভারতের কাছে ১০ হাজার ভেন্টিলেটর চেয়ে ট্রোলের মুখে শোয়েব আখতার

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাঁপছে বিশ্ব। ভারতে প্রতিদিনই বাড়ছে উদ্বেগ। এখন পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,৭০০ ছাড়িয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে এই সংখ্যা বাড়ছে। ভাইরাস সংক্রমণে দেশে সব মিলিয়ে মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানেও একই ছবি

পাকিস্তানেও একই ছবি

ভারতের মতো পাকিস্তানেও একই ছবি। প্রতিদিনই সেদেশে করোনা সংক্রমিত ও মৃত্যের সংখ্যা বাড়ছে। বহু নাগরিক ইতিমধ্যে আক্রান্ত। ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখে পরিস্থিতি সামাল দিতে তাই অন্যান্য দেশের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে এবার করোনা লড়াইয়ে ভারত-পাকিস্তানকে একযোগে লড়াইয়ের আহ্বান জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

শোয়েবের অনুরোধ

শোয়েবের অনুরোধ

করোনা লড়াইয়ের দুর্দিনে ভারতের থেকে সাহায্য প্রার্থনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। প্রতিবেশি পাকিস্তানকে ১০ হাজার ভেন্টিলেটর দিলে পাকিস্তান ভারতের উপকার সারা জীবন মনে রাখবে বলে শোয়েব উল্লেখ করেছেন।

ভেন্টিলেটরের জবাবে নেটিজেনরা যা উত্তর দিলেন

ভেন্টিলেটরের জবাবে নেটিজেনরা যা উত্তর দিলেন

এরপরই ভারতীয় ফ্যানেরা শোয়েবকে নিশানা করে ট্রোল করেন। সেখানে পাকিস্তানকে চিনের থেকে ভেন্টিলেটর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য এক ভারতীয় ফ্যান লিখেছেন, 'ভারত পাকিস্তানকে ১০ হাজার ভেন্টিলেটর দিয়ে উপকার করলে ভবিষ্যতে পাকিস্তান ১০ হাজার সংন্ত্রাসবাদী পাঠিয়ে ভারতকে দারুণ প্রতিদান দেবে!'

শোয়েবের প্রস্তাব

শোয়েবের প্রস্তাব

এর সঙ্গে করোনা মোকাবিলা করার জন্যে দুদেশের মধ্যে তিন ম্যাচের চ্যারিটি ওডিআইয়ের প্রস্তাব দিয়েছেন আখতার। আখতার বলেছেন, 'এই সিরিজ থেকে পাওয়া অর্থ সংকট মোকাবিলায় খরচ করা যেতে পারে। দুই দেশই এতে উপকৃত হবে। ম্যাচের ফলাফল নিয়ে কোনও দেশই হতাশ হবে না। বিরাট কোহলি বা বাবর আজম যেই সেঞ্চুরি করুক না কেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে চ্যারিটি ম্যাচ হবে। উভয় দেশই জিতবে।'

নেটিজেনদের উত্তর

নেটিজেনদের উত্তর

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই প্রস্তাব ভারতীয়রা অবশ্য ভালো চোখে দেখেননি। টুইটারে এক ফ্যান মজা করে লিখেছেন, 'শোয়েব, আপনার এই প্রস্তাবটি আপনাদের কাছের বন্ধু চিনকে দিয়ে দেখতে পারেন। চিন ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ হোক। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এই সিরিজ ভাল উদাহরণ তৈরি করবে।'

English summary
Pak cricketer Shoaib Akhtar Requests India To Provide 10,000 Ventilators for CoronaFight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X