For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ বালু-শহর দুবাই-এ ভারত-পাকিস্তান ম্যাচ, থাকবেন কি পাক প্রধানমন্ত্রী ইমরান খান

মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বাতাসে ২২ গজে একটা সময় বিষাক্ত হয়েছে তাঁর সুইয়ং। দিশেহারা হয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এহেন ইমরান খান কি বুধবার দুবাই-এ আসছেন? এমন সম্ভাবনা জাগতে শুরু করেছে।

Google Oneindia Bengali News

মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বাতাসে ২২ গজে একটা সময় বিষাক্ত হয়েছে তাঁর সুইয়ং। দিশেহারা হয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এহেন ইমরান খান কি বুধবার দুবাই-এ আসছেন? এমন সম্ভাবনা জাগতে শুরু করেছে। কারণ, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। আর ইমরান এই মুহূর্তে দুবাই-এর কাছেই আবু-ধাবিতে রয়েছেন।

আজ বালু-শহর দুবাই-এ ভারত-পাকিস্তান ম্যাচ, থাকবেন কি পাক প্রধানমন্ত্রী ইমরান খান

দুবাই-এ বহুদিন পরে ক্রিকেট ম্য়াচ খেলতে নামছে ভারত। তাও আবার প্রতিপক্ষ পাকিস্তান। বলতে গেলে ক্রিকেট উন্মাদনায় এখন কাঁপছেন প্রবাসী ভারতীয় এবং পাকিস্তানিরা। আর এরমধ্য়ে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে আবুধাবিতে পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতি। বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী সফরে রয়েছেন ইমরান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে দাবি করে যে এশিয়া কাপ-এ ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাই-এ যাবেন ইমরান। এরপর থেকেই এই খবরে ইমরানের উপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডেন প্যাট্রন ইন চিফ ইমরান। জিও টিভি দাবি করে, 'সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত এক পাক কূটনীতিক জানিয়েছেন যে ইমরান বুধবার দুবাই-এ আসছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্য়াচ দেখতে।'

এর আগে ২০০৬ সালে শেষবার সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তান ম্যাচ ছিল দুই দলের শেষ খেলা ক্রিকেট ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার এমাদ হামিদ জানিয়েছন যে ইমরান মাঠে আসবেন কি না তা তাঁর জানা নেই, তবে ইমরান যে আবুধাবিতে আছেন তা তিনি জানেন। পাকিস্তানের সাংবাদিক মহলের কাছেও এই নিয়ে কোনও পাকা খবর নেই। তাঁদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের অনেক ধরনের প্রোটোকল থাকে। ইমরানের জন্য এই অল্প সময়ের মধ্যে প্রোটোকল তৈরি করাটা কার্যত অসম্ভব। কিন্তু ইমরান নিজে যদি জোর করে ম্যাচ দেখতে চান তাহলে তা অনেকাংশে শোনা হতে পারে এবং যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত আয়োজন করা হতে পারে। আপাতত অসম্ভব মনে হলেও অনেক পাকিস্তান ক্রিকেটপ্রেমী প্রার্থনা করছেন যাতে ইমরান মাঠে হাজির থাকেন।

English summary
There is a lots of speculation that whether Imran Khan is coming in India-Pakistan match or not. If Inran wants to see the match then he should get the protocol of Foreign Prime Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X