For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ ফিক্সিং এবার ফৌজদারি অপরাধ! বড় সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান

ম্যাচ ফিক্সিং এবার ফৌজদারি অপরাধ! বড় সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান

  • |
Google Oneindia Bengali News

ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোয় বারবার কলঙ্কিত হয়েছে ক্রিকেট। যার মধ্যে ফিক্সিংয়ে সার্বিকভাবে সবচেয়ে বেশি পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়েছে। পাক ক্রিকেটে সুদিন ফেরাতে এবার ফিক্সিংকে ফৌজদারি অপরাধের আইনে পরিণত করতে চলেছে পাকিস্তান।

ম্যাচ ফিক্সিং এবার ফৌজদারি অপরাধ! বড় সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান

পাক ক্রিকেটে দুর্নীতি সংক্রান্ত নীতির পরিবর্তন করে ফিক্সিং অপরাধকে ফৌজদারি অপরাধে পরিবর্তন করার বিষয়ে দেশের প্রধানমন্ত্রী তথা পিসিবির অন্যতম শীর্ষকর্তা ইমরান খান সম্মতি দিয়েছেন।

পাক ক্রিকেটের অন্তরমহল সূত্র মতে, চলতি সপ্তাহে পাক ক্রিকেটের চেয়ারম্যান এহসান মানির সঙ্গে ইমরান খান বৈঠক করেন।

সেই বৈঠকে কোভিড পরবর্তী সময়ে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে আলোচনাও হয়েছে। সেই সঙ্গে ফিক্সিংকে ফৌজদারি অপরাধে পরিণত করা নিয়েও আলোচনা হয়েছে।

আগামী দিনে পাকিস্তানের সংসদে এই নিয়ে বিল পাস করে বিষয়টি আইনে পরিণত করা হবে। নতুন নিয়ম অনুযায়ী ফিক্সিংয়ের কারণে অপরাধে আরও কড়া শাস্তি হতে চলেছে বলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার বিদেশ সফরে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমতির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি দেখা করেন।

জুলাইয়ে দুই দেশ তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ড সফরে যাবে।

English summary
Pakistan cricket board gets Imran Khan's backing to criminalise match-fixing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X