For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে পাক কোচকে সাংবাদিকের বাউন্সার! উত্তরে তিনি যা বললেন

কোচ হিসেবে ইনিংস শুরুর প্রথম দিনেই বাউন্সারের মুখোমুখি মিসবা উল হক। শুক্রবার পাকিস্তানের কোচ হিসেবে ইনিংস শুরু করলেন মিসবা। পাক দলের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কোচ হিসেবে ইনিংস শুরুর প্রথম দিনেই বাউন্সারের মুখোমুখি মিসবা উল হক। শুক্রবার পাকিস্তানের কোচ হিসেবে ইনিংস শুরু করলেন মিসবা। পাক দলের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

অসমে যাচ্ছেন রাজনাথ

অসমে যাচ্ছেন রাজনাথ

আকাশপথে আজ অসমে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

মিসবাকে বাউন্সার

মিসবাকে বাউন্সার

পাকিস্তানের নতুন কোচের প্রথম সাংবাদিক বৈঠকেই তাঁকে বাউন্সারের মুখে পড়তে হয়েছে। কাশ্মীর উপত্যকায় পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় সেনা টুপি পরে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল।কাশ্মীর ইস্যুতে পাক ক্রিকেট দলের এমন কিছু করার পরিকল্পনা করেছে কিনা, সেই নিয়ে মিসবাকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আজ সাজা ঘোষণা

ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আজ সাজা ঘোষণা

ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এদিন তাদের শাস্তি ঘোষণা করার কথা রয়েছে। দোষীদের মধ্যে জঙ্গি আবু জুন্দালও রয়েছে।

উত্তরে মিসবা যা বললেন

পাকিস্তানের নবনিযুক্ত কোচ অবশ্য এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, 'কাশ্মীরের প্রতি পাকিস্তানের সহমর্মিতা রয়েছে। তবে আমি ক্রিকেট কোচ। ক্রিকেট নিয়েই আমায় প্রশ্ন করুন।'

জেলেই যেতে হবে রাজপালকে

জেলেই যেতে হবে রাজপালকে

বারবার মৌখিক প্রতিশ্রুতি দিয়েও এক ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা আজও ফেরত দেননি। সেজন্য অভিনেতা রাজপাল যাদবকে আত্মসমর্পণ করে পূর্বনির্দেশিত ১০ দিনের কারাবাসের বাকি ৬ দিন জেলে থাকতে বলল সুপ্রিম কোর্ট। তাঁর রেহাই চেয়ে পেশ করা আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম ওডিআই পরিত্যক্ত হয়

শুক্রবার প্রবল বৃষ্টিতে বহু-প্রতীক্ষিত শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের প্রথম ওডিআই পরিত্যাক্ত হয়েছে। বৃষ্টিতে এক বলও খেলা হয়নি। সোমবার ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর

ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর

ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। নিষেধ উপেক্ষা করে শুক্রবার কাশ্মীরের নানা জায়গায় পথে নামে বিক্ষোভকারীরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়। কট্টরপন্থী হুরিয়ত নেতা সঈদ আলি শাহ গিলানি ও মিরওয়াইজ ওমর ফারুককে অশান্তি তৈরি হওয়ার আগেই আটক করে পুলিশ। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন।

সময়সীমা বাড়ল আয়কর রিটার্ন দেওয়ার

সময়সীমা বাড়ল আয়কর রিটার্ন দেওয়ার

ব্যাঙ্ক ধর্মঘটের কারণে বাড়ল আয়কর রিটার্ন পেশের সময়সীমা। ৩১ জুলাইয়ের বদলে বেড়ে হল ৫ অগাস্ট।

মার্কিন সাহায্য চাইল ভারত

মার্কিন সাহায্য চাইল ভারত

বায়ুসেনার বিমান AN 32 হারিয়ে যাওয়ায় তার খোঁজ করতে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে কেন্দ্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর উপগ্রহে নিখোঁজ হওয়ার আগে ওই বিমানের কোনও সিগন্যাল ধরা পড়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।

প্রতিবাদী যুবককে কুপিয়ে খুন

প্রতিবাদী যুবককে কুপিয়ে খুন

মেটিয়াবুরুজ এলাকায় সাট্টা ও জুয়ার ঠেকের বিরুদ্ধে মুখ খোলায় কুপিয়ে খুন করা হল শেখ নজরুল ইসলাম নামে এক যুবককে। শুক্রবার রাত ১২.৩০টা নাগাদ মেটিয়াবুরুজের লিচুবাগানের বাসিন্দা নজরুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন জন দুষ্কৃতী হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় নজরুলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকা সকলেই পলাতক।

আবেশের জন্য মৌন মিছিল

আবেশের জন্য মৌন মিছিল

আবেশ দাশগুপ্তর মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে লেক অ্যাভিনিউ থেকে হাজরা মোড় পর্যন্ত মৌন মিছিল করলেন পরিবারের আত্মীয় থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা। মিছিলে অংশ নেন টালিগঞ্জের কয়েকজন কলাকুশলীও।

২ জঙ্গি নিহত

২ জঙ্গি নিহত

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অনুপ্রবেশে চেষ্টা করায় সেনার গুলিতে নিহত ২ জঙ্গি।

গুরগাঁওয়ে ট্রাফিক জ্যাম

গুরগাঁওয়ে ট্রাফিক জ্যাম

বৃষ্টির ফলে গুরগাঁওয়ে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম হয়েছিল শুক্রবার। শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।

 মাওবাদী আত্মসমর্পণ

মাওবাদী আত্মসমর্পণ

ছত্তিশগড়ের নারায়ণপুরে ১১ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করল। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছে।

সিদ্দারামাইয়ার পুত্র প্রয়াত

সিদ্দারামাইয়ার পুত্র প্রয়াত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র রাকেশ মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে এদিন মারা গিয়েছেন। অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন রাকেশ। বেলজিয়ামে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

English summary
Pakistan new head coach Misbah-ul-Haq shuts down question on Kashmir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X