For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের 'কোহলি ইন মেকিং', সবার আগে পৌঁছলেন ১০০০ রানে

বিরাট কোহলির টি২০আই রেকর্ড ভেঙে পাকিস্তানের বাবর আজম আন্তর্জাতিক টি২০-তে ১০০০ রান করা দ্রুততম ব্যাটসম্যান হলেন!
 

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ক্রিকেট মহলে তাঁকে ডাকা হয় 'পাকিস্তানের কোহলি ইন মেকিং' বলে। সেটা যে খুব একটা বাড়াবাড়ি নয়, তার পরিচয় দিলেন বাবর আজম।

টেস্ট, ওয়ানডে-তে বিরাটের কোনও রেকর্ড তিনি ভাঙতে পারবেন কিনা, তা সময় বলতে পারবে। তবে টি২০-তে বিরাটের দ্রুততম ব্য়াটসম্যান হিসেবে ১০০০ রান করার রেকর্ড তিনি ভেঙে দিলেন।

ওয়ান্টেড

ওয়ান্টেড

২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি মেগা হিট হয়।

১ ইনিংস কম

১ ইনিংস কম

এতদিন আন্তর্জাতিক টি২০-তে সবচেয়ে কম ইনিংস খেলে ১০০০ রানের রেকর্ড ছিল ভারত অধিনায়কের দখলে ১০০০ রানে পৌঁছতে বিরাট নিয়েছিলেন মাত্র ২৭টি ইনিংস। কিন্তু ২৪ বছরের পাকিস্তানি ব্যাটসম্য়ান রবিবার দুবাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রান করতেই বিরাটের থেকে ১ ইনিংস কম খেলেই পৌঁছে যান ১০০০ রানের মাইলস্টোনে। সব মিলিয়ে তিনি ৫৮ বলে ৭৯ রান করেন। হাফিজ করেন ৩৪ বলে ৫৩। নিফল ১৬৬ রান তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজেই ৪৭ রানে জয় পায় পাকিস্তান।

দাবাং

দাবাং

২০১০ সালের ঈদে মুক্তি পায় দাবাং সিনেমাটি। এতটাই জনপ্রিয়তা পায় সিনেমাটি যে পরে তার সিকোয়েলও তৈরি হয়েছে।

টি২০আই-এর শিখরে

টি২০আই-এর শিখরে

আইসিসির ব্য়াটসম্যানদের ক্রমতালিকায় টেস্ট ও ওয়ানডে - দুই ফর্ম্যাটেই বর্তমানে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। কিন্তু আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে বিরাট কিন্তু প্রথম দশের মধ্যেই নেই। এর অন্যতম কারণ আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খুব একটা খেলে না ভারত। এতদিন টি২০-তে এক নম্বর ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। কিন্তু রবিবারের ইনিংসের পর ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এসেছেন বাবর। তার থেকে ৩২ পয়েন্ট পিছনে থেকে তিন নম্বরে আছেন ভারতের লোকেশ রাহুল।

বডিগার্ড

বডিগার্ড

সলমন খান, করিনা কাপুর অভিনীত বডিগার্ড মুক্তি পায় ২০১১ সালে, দারুণ হিট হয় সিনেমাটি।

বাবরের সঙ্গেই এগোচ্ছে পাকিস্তান

বাবরের সঙ্গেই এগোচ্ছে পাকিস্তান

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে অভিষেক হয়েছিল বাবর আজমের। ওই একই সময়ে পাকিস্তানের নেতৃত্বের ভার নিয়েছিলেন সরফরাজ আহমেদও। দেখা যাচ্ছে তারপর থেকে টি২০আই-তে ৩৩টি ম্যাচ খেলে পাকিস্তান ২৯টিতে জয়ী হয়েছে। চলতি বছরে ১৯টি ম্যাচের মধ্যে জিতেছে ১৭টিতে। টি২০আই-তে এখন একনম্বর দল পাকিস্তানই। তাদের রেটিং পয়েন্ট ১৩৬। আর ১২ পয়েন্ট পিছনে থেকে ২ নম্বরে আছে ভারত।

এক থা টাইগার

এক থা টাইগার

সলমন খান, ক্য়াটরিনা কাইফ অভিনীত 'এক থা টাইগার' সিনেমাটিও সুপারহিট হয়েছিল এবং মুক্তি পেয়েছিল ঈদেই।

বিরাটের আগেই বাবর

বিরাটের আগেই বাবর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের ম্যাচের সিরিজে বিরাট কোহলি পর পর ৩ ম্যাচে শতরান করেছেন। 'পাকিস্তানের কোহলি ইন মেকিং' কিন্তু এই কীর্তি করে দেখিয়েছিলেন ২০১৬ সালেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আবু ধাবিতে পর পর তিন ম্যাচে তিনি যথাক্রমে ১২৩, ১২০ ও ১১৭ রান করেছিলেন।

কিক

কিক

গতবছর অর্থাৎ ২০১৪ সালের ঈদে মুক্তি পাওয়া 'কিক' সিনেমাটিতে সলমনের বিপরীতে অভিনয় করেন শ্রীলঙ্কান সুন্দরী জ্য়াকলিন ফার্নান্ডেজ।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

এবছর ঈদে মুক্তি পাবে বহুপ্রত্যাশিত সলমনের সিনেমা 'বজরঙ্গী ভাইজান'।

সুলতান

সুলতান

২০১৬ সালের ঈদে মুক্তি পাবে যশরাজ ফিল্মসের প্রযোজিত সিনেমা 'সুলতান'। এই সিনেমায় বক্সারের ভূমিকায় দেখা যাবে সলমনকে। এইসময়ে মুক্তি পাবে শাহরুখ খানের সিনেমা 'ফ্যান'।

দাবাং ৩

দাবাং ৩

দু'বছর আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে ২০১৭ সালের ঈদে মুক্তি পাবে সলমনের সিনেমা 'দাবাং ৩'।

English summary
Pakistan's Babar Azam has broken Virat Kohli’s T20I record to become the quickest batsman to reach 1,000 T20I runs. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X