For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ভারতকে হারাবেই পাকিস্তান, বললেন ইনজামাম

ছয়ে ছয়ের পর সাতে সাত হবে না। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা সে দেশের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

  • |
Google Oneindia Bengali News

ছয়ে ছয়ের পর সাতে সাত হবে না। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা সে দেশের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। ইংল্যান্ড বিশ্বকাপে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে সরফরাজ আহমেদের পাকিস্তান সেই কলঙ্ক ঘোঁচাবে বলে দাবি করেছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম।

এবার ভারতকে হারাবেই পাকিস্তান, বললেন ইনজামাম

৩০ মে থেকে শুরু হতে চলা ইংল্যান্ড বিশ্বকাপে ১৬ জুন ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ। ম্যাচ ঘিরে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। তা নিয়ে প্রশ্ন করা হলে ৪৯ বছরের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হক বলেছেন, ভারতের বিরুদ্ধে যেকোনো ম্যাচকে ভীষণই গুরুত্ব দেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। তাই বিশ্বকাপে আর্চ রাইভালদের বিরুদ্ধে একটিও ম্যাচ না জেতার হতাশাও পাক ক্রিকেট সমর্থকদের মধ্যে রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন ইনজি। কিন্তু এবার সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান দল বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেই কলঙ্ক ঘোঁচাবে বলেই দাবি সেদেশের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। প্রতিবারই আর্চ রাইভালদের কাছে হারতে হয়েছে ইনজামামের দেশকে। তবে এবারের পাক ক্রিকেট দল বিশ্বকাপে ভারতকে হারাতে মরিয়া বলেই জানিয়েছেন সেদেশের প্রধান নির্বাচক। যিনি বিশ্বকাপের ঠিক মুখে জাতীয় দলে তিনটি পরিবর্তন করে সমালোচনার মুখে পড়েছেন। যে খেলোয়াড়দের নিয়ে বিতর্ক সেই মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ বিশ্বকাপে নিজেদের সেরাটা দেবেন বলেই আশাবাদী ইনজামাম-উল-হক।

English summary
Pakistan will break six match losing streak against India in World Cup, said Inzamam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X