For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে বিপর্যয়ের পর দুই অধিনায়ক বাছার পথে পাকিস্তান

বিশ্বকাপে বিপর্যয়ের পর দুই অধিনায়ক বাছার পথে পাকিস্তান

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপের লিগ পর্যায় থেকে ছিটকে যাওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যর্থতার ময়নাতদন্তে লেগে রয়েছে। ভুল-ত্রুটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এবং আগামী দিনে সফলতার কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট দলে দুই অধিনায়ক-কোচ তত্ত্ব আনা হতে পারে বলে খবর।

বিশ্বকাপে বিপর্যয়ের পর দুই অধিনায়ক বাছার পথে পাকিস্তান

সূত্রের খবর, ২০২০-র টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে পাকিস্তানের সীমিত ওভারের দলকে এমন ভাবে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপেও এর প্রভাব পড়ে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে পাকিস্তান। টুর্নামেন্টে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্ট ম্যাচ খেলবে ইমরান খানের দেশ।

তবে ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে খুশি নন সেদেশের বোর্ড কর্তারা। তাঁরা এই দলে কিছু পরিবর্তনে ঘটাতে ভীষণভাবে আগ্রহী বলেই শোনা যাচ্ছে। এও জানানো হয়েছে, এই পরিস্থিতির থেকে বোরনোর পথ খুঁজতে পাকিস্তানের ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা করেন পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান। দুই অধিনায়কের তত্ত্বের বিষয়টি সেখানেই ঠিক হয় বলে শোনা যাচ্ছে।

সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ সদস্য আসাদ সফিক ও আজহার আলির মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে বলে পিসিবি সূত্রে খবর। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটের জন্য আলাদা কোচ এবং সাপোর্ট স্টাফও বাছতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

English summary
Pakistan will go for split captaincy and coaching after early World Cup exit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X