For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তেরি মিট্টি' গান গেয়ে আসর মাতালেন পান্ডিয়া ভ্রাতৃদ্বয়, মুগ্ধ নাতাসার কী প্রতিক্রিয়া!

'তেরি মিট্টি' গান গেয়ে আসর মাতালেন পান্ডিয়া ভ্রাতৃদ্বয়, মুগ্ধ নাতাসার কী প্রতিক্রিয়া!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ডুয়েট গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিলেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। বাইশ গজের মতো এক্ষেত্রেও তাঁরা সুপার-ডুপার হিট। সেই গান শুনে মুগ্ধ হলেন হার্দিকের বাগদত্তা নাতাসা স্টানকোভিচ। কী বললেন তিনি, জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৪৯ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের।

লকডাউনে বন্ধ ক্রিকেটে

লকডাউনে বন্ধ ক্রিকেটে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনও অচল রয়েছে বেশ কিছু পরিষেবা। স্তব্ধ রয়েছে ক্রিকেট। ঘরবন্দি অবস্থায় দিন কাটছে সাধারণ মানুষ থেকে ক্রিকেটারদের। তারই মধ্যে গান গেয়ে নেট দুনিয়া কাঁপিয়ে দিলেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া।

তেরি মিট্টি

মাইক হাতে ডুয়েট হিন্দি গান গাইলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। 'তেরি মিট্টি' গানের শুরুটা করেন ক্রুনাল পান্ডিয়া। মাঝে উচ্চগ্রামে প্রবেশ করেন হার্দিক। তারপর দুই ভাইয়ের যুগলবন্দি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হার্দিক। তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।

নাতাসার প্রতিক্রিয়া

নাতাসার প্রতিক্রিয়া

বাগদত্তা তথা টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাইয়ের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ইন্দো-ক্রোয়েশিয়ান মডেল নাতাসা স্টানকোভিচ। ওই ভিডিও-র নিচে নাতাসার 'ওয়ে হোয়ে' প্রতিক্রিয়া অমূল্য বলে দাবি করেছেন নেটিজেনরা।

রোনাল্ডোদের জন্য কোন দুঃসংবাদ শুনিয়ে ফের ইতালিতে স্থগিত সিরি এ রোনাল্ডোদের জন্য কোন দুঃসংবাদ শুনিয়ে ফের ইতালিতে স্থগিত সিরি এ

English summary
Pandya brothers stun fans by singing duet song, Natasa reacts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X