For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২তম বিশ্ব খেতাব জিতলেন পঙ্কজ আডবানী

আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আডবানী।এটি পঙ্কজের ২২ তম বিশ্ব খেতাব।

  • |
Google Oneindia Bengali News

আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় বিলিয়ার্ড তারকা পঙ্কজ আডবানী।এটি পঙ্কজের রেকর্ড সংখ্যাক ২২ তম বিশ্বখেতাব জয়।

বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে ১৫০ আপ ফর্ম্যাটে পঙ্কজ টানা চতুর্থবার ফাইনাল জিতলেন। অন্যদিকে শেষ ৬ বছরে শর্ট ফর্ম্যাট বিলিয়ার্ডে এটি পঙ্কজের পঞ্চম চ্যাম্পিয়নশিপ খেতাব।এই ফর্ম্যাটে পাঁচ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বিশেষ কীর্তি। ২০১৪ সালে পেশাদার সার্টিক ছাড়ার পর প্রতি বছর একের পর এক টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অভ্যাসে পরিণত করেছেন আডবানী। ধারাবাহিকতার নতুন নজির গড়ছেন তিনি।

২২তম বিশ্ব খেতাব জিতলেন পঙ্কজ আডবানী

বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে মায়ানমারের প্রতিদ্বন্দ্বী নে থওয়েকে হারিয়ে ২২তম খেতাব জিতলেন তিনি। এর আগে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতে ২১তম খেতাব জিতেছিলেন তিনি।

পঙ্কজের পক্ষে এদিনের ম্যাচের ফল ৬-২ ১৫০(১৪৫)-৪, ১৫১(৮৯)-৬৬, ১৫০(১২৭)-৫০(৫০), ৭-১৫০(৬৩,৬২), ১৫১(৫০)-৬৯(৫০), ১৫০(১৫০)-০, ১৩৩(৬৪)-১৫০(১০৫), ১৫০(৭৪)-৭৪(৬৩)

একনজরে ৩৩ বছর বয়সী ভরতীয় তারকা পঙ্কজের ট্রফি ক্যাবিনেট-

২১টি বিশ্ব খেতাব জিতেছেন পঙ্কজ ২০০৬ ও ২০১০ এশিয়ান গেমসে সোনা জয়ের ইতিহাস ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ১০বার এশিয়ান টাইটেল জিতেছেন।

English summary
Pankaj Advani wins IBSF World Billiards Championship, clinches 22nd world billiards title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X