For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সবচেয়ে কঠিন ব্যাটসম্যান', বিশ্ব-ত্রাস প্যাট কামিন্সের গলায় এক ভারতীয়র নাম

'সবচেয়ে কঠিন ব্যাটসম্যান', প্যাট কামিন্সের গলায় এক ভারতীয়র নাম

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের পয়লা নম্বর টেস্ট বোলার, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ২০১৮-র বর্ডার-গাভাসকর সিরিজে ওই ভারতীয় ব্যাটসম্যান কীভাবে সমস্যায় ফেলেছিলেন, তা অকপটে জানালেন অজি ফাস্ট বোলার।

পূজারা ও কামিন্স

পূজারা ও কামিন্স

ভারতের হয়ে ৭৫টি টেস্ট ম্যাচ খেলে ফেলা চেতেশ্বর পূজারা ৪৯.৪৮-র গড়ে ৫৭৪০ রান করেছেন। ১৮টি শতরান অন্তর্ভূক্ত রয়েছে তাতে। টেস্টে পূজারার সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি টেস্ট ম্যাচ খেলা প্যাট কামিন্স ১৪৩টি উইকেট নিয়েছেন। ২০১৯-র সেরা টেস্ট বোলার হন কামিন্স।

পূজারা বনাম কামিন্স

পূজারা বনাম কামিন্স

২০১৮-র বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। সেই সিরিজ জিতেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথম কোনও ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে। ওই সিরিজে ৭৪-র গড়ে ৫২১ রান করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনটি শতরান ও একটি অর্ধশতরান অন্তর্ভূক্ত ছিল তাতে। ওই সিরিজে পূজারাকে আউট করতে কালঘাম ছুটে গিয়েছিল প্যাট কামিন্সদের।

কামিন্সের স্বীকারোক্তি

কামিন্সের স্বীকারোক্তি

চেতেশ্বর পূজারাই টেস্টে তাঁর দেখা সবচেয়ে কঠিন ব্যাটসম্যান বলে স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। ভারতীয় ব্যাটসম্যানকে পাথরের সঙ্গে তুলনা করেছেন কামিন্স। স্বীকার করেছেন যে ওই সিরিজে পূজারাকে আউট করা তাঁদের কাছে দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল।

আল্ট্রা কনসেনট্রেশন

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স জানিয়েছেন, ২০১৮-র বর্ডার-গাভাসকর ট্রফিতে গভীর মনোসংযোগ দিয়ে ব্যাটিং করেছিলেন চেতেশ্বর পূজারা। ভারতের ওই টেস্ট জয়ের পিছনে সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যানে অবদান অনস্বীকার্য বলে মনে করেন অজি ফাস্ট বোলার।

English summary
Pat Cummins picks Cheteshwar Pujara as toughest batsman to bowl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X