For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একেই বলে 'দ্রাবিড় এফেক্ট'! ভারতের সাফল্যই অনুপ্রেরণা, দেখে শিক্ষা নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

ভারতের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পিসিবি, পাকিস্তানের জাতীয় বয়সভিত্তিক দলগুলির কোচ এবং ম্যানেজার হিসেবে কয়েকজন প্রাক্তন খেলোয়াড়কে নিয়োগ করার পরিকল্পনা করছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত এ ও ভারত অনুর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তাঁর এই সাফল্য়েই অনুপ্রেরণা জোগালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। তাদের ক্রিকেট বোর্ডও সেই দেশের জাতীয় বয়সভিত্তিক দলগুলির কোচ ও ম্যানেজারের পদে প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল।

এই ব্যাপারে শোনা যাচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার ইউনিস খান ও মহম্মদ ইউসুফের নাম। দুজনেই একসময় একসঙ্গে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০১৮ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইউনিস খানকে দ্রাবিড়ের মতোই পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়া হতে পারে। আর ইউসুফ রয়েছেন, লাহোরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে।

পিসিবির বিবৃতি

পিসিবির বিবৃতি

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে পিসিবি-র চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন অস্ট্রেলিয়া বা ভারতে প্রাক্তন ক্রিকেটাররা অনুর্ধ্ব-১৯ দলকে সাফল্য এনে দিয়েছেন। পাগকিস্তান বোর্ডও তাদের বয়সভিত্তিক দলগুলি সামলানোর দায়িত্ব প্রাক্তন ক্রিকেটারদের দিতে চায়। ভারতের মতোই বিদেশী কোচদের সঙ্গে তাদের দেশীয় কোচদের জুড়ে দেওয়া হবে।

দ্রাবিড় এফেক্ট

দ্রাবিড় এফেক্ট

নিঃসন্দেহে প্রতিবেশী রাষ্ট্রের বোর্ডের এমন সিদ্ধান্তের পিছনে কাজ করছে রাহুল দ্রাবিড়ের অবাবনীয় সাফল্য। তিনি যেভাবে ভারতের তরুণ ক্রিকেটারদের তৈরি করছেন, তা বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছর তাঁর কোচিং-এ ভারতের অনুর্ধ্ব-১৯ দল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা

অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা

একই ভাবে অস্ট্রেলিয়াতেও প্রাক্তন ক্রিকেটারদের কার্যকরীভাবে ব্যবহার করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালান বর্ডার দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করেছেন। রিকি পন্টিং, ল্যাঙ্গাররা বর্তমান দলের সঙ্গে যুক্ত হয়েছেন। রডনি মার্শ আছেন যুব দলের দায়িত্বে।

কি বলছেন ইউনিস?

কি বলছেন ইউনিস?

টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান-শিকারী ইউনিস খান। বোর্ড তাঁকে চাইলে তিনি এই দায়িত্ব নিতে রাজি বলেই জানিয়েছেন তিনি। তবে তাঁর শর্ত হল, তাঁকে কোচের পদে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। বোর্ড কর্তাদের বা অন্য কারোর নাক গলানো চলবে না।

English summary
PCB is planning to hire some former players as coaches and managers of Pakistan's national age group teams, taking inspiration from the success of India. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X