For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ওপর সার্জিক্যাল স্ট্রাইকের ভাবনায় পাকিস্তান, পিসিবি-র নয়া ছক

২০১৪ সালে বিসিসিআই ও পিসিবি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু ফের ভারতে জঙ্গি হামলার ঘটনায় আর সেই মউ মানা হয়নি।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নিজেদের সংবিধানে উঁকি মারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার আঁটঘাঁট বেঁধে বিসিসিআইয়ের কাছ থেকে বড় আর্থিক ক্ষতিপূরণ চাইবে পিসিবি।

ভারতের ওপর সার্জিক্যাল স্ট্রাইকের ভাবনায় পাকিস্তান

টাকার অঙ্কটা শুনলে রীতিমতো মাথা ঘুরে যেতে বাধ্য। ভারতীয় বোর্ডের থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করবে পিসিবি। যা ভারতীয় অর্থের হিসেব প্রায় ৪৫৭ কোটি টাকা। ২০১৪সালে ভারত ও পাকিস্তামের মধ্যে একটি মউ স্বাক্ষর হয়েছিল। যা অনুযায়ি ২০১৫ থেকে ২০২৩ -র মধ্যে ছটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত -পাকিস্তান দু'দেশের। কিন্তু এরপরই ভারতে জঙ্গি হামলার প্রেক্ষিতে বিসিসিআই আর ওই চুক্তি মানতে পারেনি। ফলে ওই মউ থেকে বেরিয়ে এসেছিল তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান নজাম শেঠি জানিয়েছেন, '২০১৪ সাল বিসিসিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি স্বাক্ষর হয়েছিল, যেটা তারা খেলেনি। এটা নিয়েই আমাদের মূল মামলা। ' শুধু এটুকু বলেই থামেননি তিনি। তিনি আরও যোগ করেছেন, '২০০৮ থেকে ওঁরা আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনা, অথচ আইসিসি ইভেন্টে খেলতে ওদের কোনও আপত্তি নেই।'

পিসিবি-র দাবি ভারতের সঙ্গে সিরিজ হওয়ার কথা থেকেও তা শেষ অবধি হল না ,আর এর জেরে পিসিবি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। নতুন চেয়ারম্যান নজাম শেঠি আরও জানিয়েছেন, 'আমরা বিভিন্ন নিউট্রাল ভ্যেনুতেও দ্বিপাক্ষিক সিরিজ করতে চেয়েছি কিন্তু বিসিসিআই কিছুতেই রাজি হয়নি। '

শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হানার ঘটনা হওয়ার পর বেশিরভাগ দেশই পাকিস্তানে ক্রিকেট খেলতে রাজি হয়নি। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানকে ইউএই তে বিভিন্ন সিরিজ আয়োজন করতে হয়েছে। যাতে পাক ক্রিকেট বোর্ড আরও ক্ষতির শিকার হয়েছে।

English summary
PCB is going to demand USD 70 million compensation from BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X