For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোদে মাত্র ২ ঘণ্টা ব্যাট করে সাড়ে ৪ কেজি ওজন ঝরল এই অজি ক্রিকেটারের

অজি ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব গরমে ব্যাটিং করে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেলেন।

  • |
Google Oneindia Bengali News

উপমহাদেশের পরিবেশে এসে ক্রিকেট খেলা বিদেশি ক্রিকেটারদের পক্ষে খুব একটা সহজ নয়। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে এসে তো নয়। গরমে খেললে ঘেমে-নেয়ে একসা হতে হয়। কতকটা সেরকমই দশা হল অজি ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বের। বলা ভালো, গরমে ব্যাটিং করে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেলেন তিনি।

রোদে মাত্র ২ ঘণ্টা ব্যাট করে সাড়ে ৪ কেজি ওজন ঝরল ক্রিকেটারের

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ম্যাচ চলছে অস্ট্রেলিয়ার। সেখানে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র দু'ঘণ্টা কাঠফাটা গরমে ব্যাট করে অজি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের সাড়ে ৪ কেজি ওজন কমে গিয়েছে বলে খবর।

দ্বিতীয় দিন হ্যান্ডসকম্ব ১১৩ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে খেলার মাঝে বারবার থেমে যাচ্ছিলেন তিনি। চল্লিশ ডিগ্রি গরম ও আর্দ্র আবহাওয়ায় খেলা সত্যিই কষ্ট ছিল। তার মধ্যে হ্যান্ডসকম্বের ব্যাটিং সত্যিই প্রশংসা করার মতোই। শেষপর্যন্ত তৃতীয় দিনে ৮২ রান করে আউট হন তিনি।

এই সিরিজে প্রথম টেস্ট অজিরা হেরে গিয়েছে ২০ রানে। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে চট্টগ্রাম টেস্ট জিততেই হবে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৫ রান তুলেছে। জবাবে অজিরা বড় ইনিংস গড়ার পথে এগোচ্ছে। ডেভিড ওয়ার্নার ১২৩ রানের বড় ইনিংস খেলেছেন। এছাড়া হ্যান্ডসকম্ব ৮২ ও স্টিভ স্মিথ ৫৮ রান করেছেন।

হ্যান্ডসকম্বের মতো খেলোয়াড়দের এমন গরমে খেলার অভ্যাস নেই। তা সত্ত্বেও এমন দৃঢ়তাকে কুর্নিশ করেছেন অজি কোচ ড্যারেন লেম্যান। খেলার মাঝে বারবার আম্পায়ররা ও বাংলাদেশি খেলোয়াড়রা তাঁর খোঁজখবর নিচ্ছিলেন। তা সত্ত্বেও ক্রিজে দাঁড়িয়েছিলেন হ্যান্ডসকম্ব। এবং দিনের শেষে অপরাজিত হয়ে মাঠ ছাড়েন।

English summary
Peter Handscomb lost 4.5kg while batting in second test against Bangladesh at Chittagong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X