
চালকের আসনে ভারত
প্রথম দিনের শেষে পিঙ্ক টেস্টে চালকের আসনে ভারতীয় দল। ঐতিহাসিক ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশে ১০৬ রান তোলে। জবাবে প্রথম দিনের খেলা শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল। ভারতের লিড ৬৮ রানের।

অপরাজিত বিরাট
১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মায়াঙ্ক ও রোহিত এদিন অল্প রানে করে সাজঘরে ফেরেন। মায়াঙ্ক ১৪ ও রোহিতের সংগ্রহ ২১ রান।
এরপর পূজারার সঙ্গে জুটিতে ইনিংস গড়েন বিরাট। পরে রাহানকে সঙ্গী করে ক্রিজে অপরাজিত রয়েছেন কোহলি। ৫৯ রানে এদিন নটআউট থেকে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক।
৯৩ বল খেলে ৫৯ রান করেন বিরাট। ৮টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন তিনি। ২৩ রান করে বিরাটকে সঙ্গ দিচ্ছেন অজিঙ্ক রাহানে। চেতেশ্বর পূজারা ৫৫ রান করে আউট হন।

অধিনায়ক হিসেবে দ্রুততম ৫০০০ রানের মালিক
ব্যাট হাতে নেমে এদিন ৩২ রান করতেই ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ৫০০০ রান হাঁকানোর গণ্ডি ছুঁয়েছেন বিরাট কোহলি।

বাংলাদেশের ব্যাটিং সিদ্ধান্ত ও আত্মহত্যা
দুই দলেরই পিঙ্ক বলে খেলার অভিজ্ঞতা নেই। শেষ পরিস্থিতিতে কোন যুক্তিতে টস জিতে ভারতের ত্রিমুখী, শামি-ইশান্ত-উমেশের বোলিং আক্রমণের সামনে মমিনউল ব্যাটিং নিলেন বোঝা গেল না।

ভারতের বোলিং
এদিন অনবদ্য বোলিং করে বাংলাদেশকে ১০৬ রানে বন্দি করে রাখে ভারত। ভারতের হয়ে ইশান্ত ৫টি, উমেশ ৩টি ও শামি ২টি উইকেট নেন।