For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টসে জিতে ব্যাটিং ভারতের, জাত চেনাচ্ছেন অভিষেককারী পৃথ্বী

রাজকোটে শুরু হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ। আর এই টেস্টে অভিষেক ঘটল পৃথ্বী শ'-এর। টসে জিতে এদিন ব্য়াট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে পাঠানো হয় পৃথ্বী শ এবং কে এল রাহুল-কে।

Google Oneindia Bengali News

রাজকোটে শুরু হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ। আর এই টেস্টে অভিষেক ঘটল পৃথ্বী শ'-এর। টসে জিতে এদিন ব্য়াট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে পাঠানো হয় পৃথ্বী শ এবং কে এল রাহুল-কে। মাত্র ৪ বল খেলেই শূন্য রানে আউট হয়ে যান রাহুল। এরপর চেতেশ্বর পূজারা ব্যাটিং করতে এসে তাঁর চরিত্র মেনেই টেস্ট ব্যাটার হিসাবে শুরু করেন। ধীর-স্থীর এবং যেন বড় ইনিংস খেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ পূজারা। তাঁর উল্টোদিকে থাকা অভিষেককারী পৃথ্বী শ'-কে দেখে মনে হয়নি যে এটাই ১৭ বছর ১৫২ দিনের ছেলেটির প্রথম টেস্ট। যথেষ্ট আক্রমণাত্মক ঢঙেই ক্যারিবিয়ান বোলিং লাইন-আপকে আক্রমণ করেন।

নয়া সচিনের আগমনে টেস্ট জমার ইঙ্গিত

টানা ৫টেস্টে টস হারার পর এদিন টস জয়ের সুযোগ পান ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর টসে জিতেই তিনি ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। এই টেস্টে বোলিং অ্যাটাকে তিন স্পিনার ও ২ পেসাররকে নিয়ে মাঠে নেমেছে ভারত। অশ্বিন, জাদেজার সঙ্গে রাখা হয়েছে কুলদীপ যাদবকে। পেসার হিসাবে রয়েছেন উমেশ যাদব ও মহম্মদ সামি। ভারতের প্রথম একাদশ এরকম- কে এল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ সামি, কুলদীপ যাদব।

ওয়েষ্ট ইন্ডিজের প্রথম একাদশ- ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরেন পাওয়াল, শীমরন হেতমেয়ার, শাহি হোপ, রোস্টন চেজ, সুনীল অ্যাম্ব্রিস, শ্যেন দাউরিচ(উইকেট কিপার), কিমো পল, দেবেন্দ্র বিশু, শেরমান লুইস, শ্যানন গ্যাব্রিয়েল।

English summary
India has got new Sachin? The answer is awaiting as cricket lovers set on their eyes in Rajkot Test, where Pithvi Shaw today has debuted in test cricket as one of the youngest player.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X