For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক খেলোয়াড়দের কী পরামর্শ দিলেন শোয়েব আখতার, জেনে নিন


 ম্যানঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে শোচনীয় হারের পর লন্ডনের লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

ম্যানঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে শোচনীয় হারের পর লন্ডনের লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সপ্তাহভর দেশের প্রাক্তন খেলোয়াড়দের সমোলেচনা, সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকস্তানি নেটিজেনদের মিমের পাহাড় পেরিয়ে অবশেষে শাপমুক্তির পথে সরফরাজ আহমেদরা।

পাক খেলোয়াড়দের কী পরামর্শ দিলেন শোয়েব আখতার, জেনে নিন

ভারতের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানি দলের তীব্র সমালোচনা করেছিলেন যে শোয়েব আখতার, সেই তিনিই ইংল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছনোর জন্য সরফরাজ আহমেদদের কী করা উচিত, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। রাউলপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, এরপর পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত। বাড়তি চাপ না নিয়ে পাক ক্রিকেটারদের তাঁদের নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা উচিত বলেই মনে করেন সেদেশের প্রাক্তন পেস স্টার।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/EMf_a-AmFls" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগ্রাসী পারফরম্যান্স দেখানো পাকিস্তান এই খেলা ধরে রাখতে পারলে, সরফরাজ আহমেদরা টুর্নামেন্টের সেমি-ফাইনালে যাবেন বলেই আশাবাদী শোয়েব আখতার। তবে সেই পথ কঠিন বলেও মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

এখন যা পরিস্থিতি, সেখান থেকে পাকিস্তানকে বিশ্বকাপের নক আউট স্টেজে পৌঁছতে শুধু জিতলে হবে না, অন্য দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে বলে মনে করেন শোয়েব। তবে পাকিস্তানকে আর কোনও ম্যাচ হারলে চলবে না বলেও জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। নিজেদের খেলার উন্নতির জন্য পাক ব্যাটসম্যানদের প্রয়োজনে বিরাট কোহলির মতো এই মুহূর্তে বিশ্বের গ্রেট খেলোয়াড়দের খেলা দেখার পরামর্শ দিয়েছেন শোয়েব।

English summary
&#13; Play fearless cricket in remaining World Cup, Shoaib Akhtar's advice to Pakistani players&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X