For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের

জয়ের ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস রবিবার ঘরের মাঠে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে দু'টি পরিবর্তন হয়েছে রাজস্থানের দলে। 

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে সাওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দলটি প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন এবং দু'বছরের নির্বাসন কাটিয়ে ফিরেছে আইপিএলের রঙ্গমঞ্চে। অপরটি অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা এই দুই দলের একটিও সুবিধাজনক জায়গায় নেই চলতি আইপিএলে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বই। যার মধ্যে প্রথম তিনটি ম্যাচেই হারতে হয়েছে বানিজ্য নগরীর এই দলকে। শেষ ম্যাচে জিতেছে মুম্বই। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে আছে তারা।

অপর দিকে, এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও মাত্র দু'টি ম্যাচেই জয় পেয়েছে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালস। লিগ টেবিলে তারা আছে ষষ্ঠ স্থানে আছে তারা। ফলে দু'টি দলের কাছেই এই ম্যাচটি এক প্রকার মাস্ট উইন। যে দল জিতবে সেই দলই এগিয়ে যাবে লিগ তালিকায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন টসের ক্ষেত্রে কিন্তু রাজস্থানকে হারিয়ে দিল মুম্বই। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। দেখে নিন দুই দলের প্রথম একাদশে সুযোগ পেলেন কারা।

রাজস্থান রয়্যালস:
অজিঙ্ক রাহানে, হেনরিচ ক্লাসেন, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার, রাহুল ত্রিপাঠী, কে গৌতম, জোফ্রে আর্চার শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি

মুম্বই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, মিচেল ম্যাকলেনেঘান, ময়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান

English summary
Rajasthan Royals will face Mumbai Indians in their home ground. Though both the teams are not standing in good position of Leauge table, fans are excited regardig the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X