For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ মন্ত্র ও বিরাটকে আদর্শ করার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ মন্ত্র ও বিরাটকে আদর্শ করার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের পাঁচ মন্ত্র মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এই যুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে আদর্শ করার বার্তা দিয়েছেন নমো। কঠিন সময়ে কেন্দ্রকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন ক্রীড়াবিদরা।

করোনা যুদ্ধে লকডাউন

করোনা যুদ্ধে লকডাউন

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। এদেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭০-রও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ২৬০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ, ১৪ এপ্রিল পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ। স্তব্ধ থাকবে সব ধরণের পরিষেবা।

প্রধানমন্ত্রী ও ক্রীড়া ব্যক্তিত্বদের বৈঠক

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ, বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু, অ্যাথলিট হিমা দাস সহ দেশের মোট ৪৯ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজুও।

বৈঠকে উপস্থিত ব্যক্তিত্ব

ক্রিকেট : সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ।

অন্যান্য ক্রীড়া : পিভি সিন্ধু (ব্যাডমিন্টন), হিমা দাস (অ্যাথলেটিক্স), পিটি উষা (অ্যাথলেটিক্স), যোগেশ্বর দত্ত (কুস্তি), পুল্লেলা গোপিচাঁদ (ব্যাডমিন্টন), বিশ্বনাথন আনন্দ (দাবা), বজরং পুনিয়া (কুস্তি), মনিকা বাত্রা (টেবিল টেনিস), রানী রামপাল (হকি), দীপিকা কুমারী (তিরন্দাজি), মীরাভাই চানু (ভরোত্তোলক), নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স), শরদ কুমার (প্যারা অ্যাথলিট), অপূর্বী চান্ডিলা (শ্যুটিং), তরুণদীপ রাই (তিরন্দিজি), মেরি কম (বক্সিং), ভাইচুং ভুটিয়া (ফুটবল), সর্দারা সিং (হকি), আচন্তা শরদ কমল (টেবিল টেনিস), অমিত পানঘাল (বক্সিং), গগন নারাং (শ্যুটিং), অঞ্জু ববি জর্জ (অ্যাথলেটিক্স), ভিনেশ ফোগাত (কুস্তি), রোহন বোপান্না (টেনিস), মনু ভাকের (শ্যুটিং), অঙ্কিতা রায়না (টেনিস), সাই প্রণীত (ব্যাডমিন্টন), শ্রীহরি নটরাজ (সাঁতার), হরমীত দেশাই (টেবিল টেনিস), অভিষেক বর্মা (শ্যুটিং), অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স), কেটি ইরফান (অ্যাথলেটিক্স), লভলিনা বোরোগহেইন (বক্সিং), সীমরণজিত কৌর (বক্সিং), জেরেমি (ভরোত্তোলক), ভবানী দেবি (ফেন্সিং), প্রমোদ ভগত (প্যারা ব্যাডমিন্টন), মমতা পূজারি (কবাডি)।

প্রধানমন্ত্রীর পাঁচ মন্ত্র

প্রধানমন্ত্রীর পাঁচ মন্ত্র

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়া ব্যক্তিত্বদের সংকল্প, সংযম, আত্মরক্ষা, সম্মান, সহযোগ - এই পাঁচ মন্ত্র মেনে চলার পরামর্শ দিযেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার হেতু সচেতনতা প্রচারে ক্রীড়া ব্যক্তিত্বদের বেশিমাত্রায় অংশগ্রহণ চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরাও।

বিরাট কোহলি আদর্শ

বিরাট কোহলি আদর্শ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির লড়াকু মানসিকতাকে আদর্শ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনে করেন, একত্রে চেষ্টা করলে করোনাকে হারানো সম্ভব হবে।

English summary
PM Narendra Modi gave example of Virat Kohli and five mantra to fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X