For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে যুদ্ধ, সৌরভ-সচিন-বিরাটে সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

করোনার বিরুদ্ধে যুদ্ধ, সৌরভ-সচিন-বিরাটে সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দেশের ক্রিকেট জগতকেও সঙ্গে পেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ব্যাপারে কথা বলতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নমো। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনা মোকাবিলায় সচেনতনতা প্রচার এবং আইপিএল নিয়ে তারকাদের মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

করোনার বিরুদ্ধে যুদ্ধ, সৌরভ-সচিন-বিরাটে সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

জানা গিয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই বেহালার বাড়ি থেকে এই ভিডিও কনফারেন্সিং শুরু করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, করোনার ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় নাগরিকদের মধ্যে সচেতনতা প্রসারে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কীভাবে মানুষকে ঘরমুখী করা যায়, তা নিয়ে আলোচনার পাশাপাশি সেই প্রচারে দেশের তারকাদের ব্যবহার করতে চাইছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, ওই বৈঠকে আইপিএল নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জন্যই তা পিছিয়ে ১৫ এপ্রিলে নিয়ে যাওয়া। কিন্তু এই অবস্থায় আদৌ এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পরামর্শ নিতে পারেন বলে সূত্রের খবর।

English summary
PM Narendra Modi to meet BCCI president Sourav Ganguly, Virat Kohli and Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X