For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাহাল সম্পর্কে কটূ কথা, পুলিশে অভিযোগ দায়ের দেশের দুই বিশ্বকাপজয়ী রথির বিরুদ্ধে!

চাহাল সম্পর্কে কটূ কথা, পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় রথির বিরুদ্ধে!

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে নিয়ে করা কু-মন্তব্যের জন্য ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং-এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যুজিকে নিয়ে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার জন্য দেশের দুই বিশ্বকাপজয়ী নায়ককে ক্ষমা চাইতে বলেছেন নেটিজেনরা।

বিতর্কের সূত্রপাত

বিতর্কের সূত্রপাত

সম্প্রতি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে কথা বলছিলেন যুবরাজ সিং। সেই কথোপকথন চলার সময়ই ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে যুবি জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ।

কী ঘটেছিল

কী ঘটেছিল

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে গল্পে মসগুল ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং। সেখানে হঠাৎ করে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ঢুকে পড়লে রেগে যান যুবি। অভিযোগ, এরপর চাহালের উদ্দেশে কু-মন্তব্য করেন যুবরাজ।

ক্ষমার দাবি

ক্ষমার দাবি

যুবরাজ ও রোহিতের কথোপকথনের সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াস শোরগোল পড়ে যায়। তৈরি হয়ে যায় 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ট্যাগ। দেশের প্রাক্তন নায়ককে ক্ষমা চাইতে বলেন নেটিজেনরা। যুজবেন্দ্র চাহালকে নিয়ে যুবরাজ সিংয়ের জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করা ঠিক হয়নি বলে দাবি ওঠে।

অভিযোগ দায়ের

অভিযোগ দায়ের

সূত্রের খবর, ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য দেশের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে হিসার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পিছিয়ে থাকা মানুষদের অধিকার আদায়ের সংগ্রাম করে চলা আইনজীবী রজত ক্লাসান যুবির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন বলে খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গ্রেফতারি দাবি করা হয়েছে বলেও খবর।

নাতাসার প্রথম সন্তানের বাবা হচ্ছেন হার্দিক, প্রতিক্রিয়ায় প্রাক্তন বান্ধবী এলি আব্রামের পোস্টনাতাসার প্রথম সন্তানের বাবা হচ্ছেন হার্দিক, প্রতিক্রিয়ায় প্রাক্তন বান্ধবী এলি আব্রামের পোস্ট

English summary
Police complaint reportedly filed against Yuvraj Singh for his remarks on Yuzvendra Chahal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X