For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেরুয়া রঙ তো জার্সিতেই রয়েছে, তাহলে গৈরিকীকরণ নিয়ে হট্টগোলের মানে কী?

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গেরুয়া রঙের জার্সি পড়ে ম্যাচ খেলবে ভারত। আইসিসি'র নিময় মেনে অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে বিরাটরা। আর এখানেই গৈরিকীকরণের অভিযোগ!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গেরুয়া রঙের জার্সি পড়ে ম্যাচ খেলবে ভারত। আইসিসি'র নিময় মেনে অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে বিরাটরা। আর এখানেই গৈরিকীকরণের অভিযোগ!

গেরুয়া রঙ তো জার্সিতেই রয়েছে, তাহলে গৈরিকীকরণ নিয়ে হট্টগোলের মানে কী?

৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামছে কোহলিরা। সেই ম্যাচে গেরুয়া রঙের জার্সি গায়ে দেখা যাবে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের। যা নিয়েই মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় হট্টগোল হয়েছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমি বিধানসভায় অভিযোগ তোলেন, দেশজুড়ে গৈরিকীকরণ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তারই প্রথম ধাপ হিসেবে কোহলিদের অ্যাওয়ে জার্সির রঙ গেরুয়া রাখা হয়েছে।

কোহলিদের জার্সি বিতর্ক কি সত্যি প্রাসঙ্গিক? ভারতের জার্সিতে গৈরিকীকরণে অভিযোগ কি নৈতিক?

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই অ্যাওয়ে জার্সি পরে ম্যাচ খেলেছে। তাঁদের অ্যাওয়ে জার্সি নিয়ে আলোচনা না হলেও ভারতের অ্যাওয়ে জার্সির গেরুয়া রঙ নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আলোচনা তুঙ্গে।

কিন্তু কেন এই বিতর্ক? কোহলিদের হোম জার্সিতেও কমলা রঙ রয়েছে। এমনকী, ভারতীয় জার্সির সামনে ক্রিকেটারদের নাম ও পিছনে জার্সি নম্বরটি কমলা রঙেই লেখা থাকে।

শুধু তাই নয়, জার্সির সামনের অংশে 'ভারত' লেখাটিও রয়েছে কমলা রঙেই। সেখান থেকেই অ্যাওয়ে জার্সিতে কমলা রঙ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট মহলের অনেকেই তাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর কোহলিদের সামনে পরে থাকবে তিন ম্যাচ। সেখানে যুক্তিহীন গৈরিকীকরণ বিতর্কের বদলে কোহলিদের পারফর্ম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত।

গৈরিকীকরণ বিতর্ক নিয়ে কী মত আইসিসি'র

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে 'ভারতের অ্যাওয়ে জার্সিতে গেরুয়া রঙ বেছে নেওয়াটা সম্পূর্ণ বিসিসিআইয়ের মতামত। ভারতের অ্যাওয়ে কিটের জন্য কয়েকটি রঙের মধ্যে বেছে নিতে বলা হলে গেরুয়া রঙকেই বেছে নেয় বোর্ড। বিশ্বকাপের জন্য এবার নীল জার্সিকে হোম জার্সি হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড। রুটদের বিরুদ্ধে ম্যাচের দিন টেলিভিশন সম্প্রচারের সমস্যা এড়াতে তাই কমলা জার্সি বেছে নেয় বিসিসিআই।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'ভারতের পুরনো দিনের টি-টোয়েন্টি জার্সি থেকে কমলা রঙের অ্যাওয়ে জার্সির কথা মাথায় আসে। সেই ভাবনা থেকেই কোহলিরদের জন্য গেরুয়া জার্সি বেছে নেওয়া হয়েছে।' ফলে এই আলোচনা অথবা সমালোচনা যে অনভিপ্রেত তা বলার অপেক্ষা রাখে না। গৈরিকীকরণের মধ্যে দিয়ে যে রাজনীতিকরণের প্রচেষ্টা হয়েছে তা অবশ্য বলা যেতেই পারে।

English summary
Political blame of Saffronisation of Team India's jersey is completely unfortunate during ICC CWC 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X