For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটকে বিদায় জানালেন দেশের প্রাক্তন স্পিনার, কে তিনি?

ক্রিকেটকে বিদায় জানালেন দেশের প্রাক্তন স্পিনার, কে তিনি?

  • |
Google Oneindia Bengali News

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। টুইটারে বিশাল একটি নোট লিখে নিজের অবসরের কথা ঘোষণা করেন প্রজ্ঞান। জানান, এবার সামনের দিকে তাকানোই তাঁর লক্ষ্য। ৩৩ বছরের প্রজ্ঞানকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রিকেট মহল।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক

ওড়িশার ভূবনেশ্বরে জন্ম হওয়া প্রজ্ঞান ওঝার হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। ২০০৫ সালে রেলওয়েজের বিরুদ্ধে প্রথম রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন তিনি। পরে বাংলা ও বিহারের হয়েও ঘরোয়া ক্রিকেট খেলেন এই বাঁ-হাতি স্পিনার। ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২৪ উইকেট নিয়েছেন প্রজ্ঞান।

আন্তর্জাতিক অভিষেক

আন্তর্জাতিক অভিষেক

২০০৮ সালে ভারতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন প্রজ্ঞান ওঝা। ২৪টি টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। দেশের হয়ে ১৮টি ওয়ান ডে-তে ২১ উইকেট রয়েছে প্রজ্ঞানের ঝুলিতে। ২০১৩ সালে দেশের মাটিতে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট সিরিজে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ওঝা। এক সময় আইসিসি ক্রম তালিকার পাঁচ নম্বর স্থানে উঠেছিলেন এই বাঁ-হাতি স্পিনার। আইপিএলে ডেকান চার্জাস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন প্রজ্ঞান।

বিতর্ক

বিতর্ক

২০১৪ সালে প্রজ্ঞান ওঝার বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করা হয়। তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদিও এক মাস পরেই তাঁর মাথা থেকে শাস্তির খাঁড়া নেমে যায়। এরপর নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললেও জাতীয় দলে আর সুযোগ পাননি প্রজ্ঞান।

প্রজ্ঞানের অবসর

শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন প্রজ্ঞান ওঝা। টুইটারে লেখেন, ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি তাঁর কাছে অন্যরকম। দুঃসময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রজ্ঞান ওঝা।

English summary
Pragyan Ojha say good bye to cricket and writes note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X