For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) : IPL 2017 : কলকাতা বনাম হায়দ্রাবাদ

জয়ের ধারা অব্যাহত রাখার মেজাজ নিয়েই আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ এপ্রিল : জয়ের ধারা অব্যাহত রাখার মেজাজ নিয়েই আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।

আজকের ম্য়াচের লড়াইটা দুই শক্তিশালী বোলিং লাইনআপের। প্রথমে বোলিংয়ের সুযোগ পেলে হায়দ্রাবাদকে কম রানের মধ্যে আটকে রাখাই লক্ষ্য হবে কলকাতার, অন্যদিকে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলে উইকেট ধরে রেখে বড় রান তুলতে প্চাইবে কেকেআর যাতে হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতার বোলাররা যাতে অতিরিক্ত চাপ মাথায় না নিয়েই মাঠে নামতে পারে।

(প্রিভিউ) : IPL 2017 : কলকাতা বনাম হায়দ্রাবাদ

তবে পাঞ্জাবেরে বিরুদ্ধে কলকাতার শেষ ম্যাচে বিশাল এক ফাটকা খেলেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। ওপেনিং করতে পাঠিয়েছিলেন কলকাতার তারকা লেগ স্পিনার সুনীল নারিনকে। নিজের ব্যাটিং দক্ষতার প্রদর্শন করে ১৮ বলে ৩৭ রান করে সবাইকে চমকে দেন তিনি।

কলকাতার নিয়মিত ওপেনার ক্রিস লিনের কাঁধে চোট রয়েছে। কিন্তু এরকম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নারিনের উজ্জ্বল ব্যাটিং প্রদর্শন কলকাতাকে অনেকটাই স্বস্তি দেবে।

এদিকে ইডেন গার্ডেন্সের পিচে অসামান্য বোলিং প্রদর্শন করেছেন উমেশ যাদবও। হায়দ্রাবাদের বিরুদ্ধেও এদিনের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সেই। ইডেনের পিচ এদিনও উমেশকে সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে সবার নজর রয়েছে হায়দ্রাবাদের সুপার বোলার ভুবনেশ্বর কুমার ও রশিদ খানের দিকে। দুজনেই এইপিএলের দশম সিজনে এখনও পর্যন্ত সফল প্রমানিত হয়েছে।

হায়দ্রাবাদ দলে ভারতের দুই বোলার ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরা মূল বোলিং অ্যাটাকের জায়গা। তবে ২০১৬ সালে হায়দ্রাবাদের জয়ের সফরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। ফলে সেটা ভুললেও চলবে না। আর ইতিমধ্যে অফগানিস্তানের রশিদ খানতে নিয়ে আলোচনা প্রশংসা পর্ব তো থামারই নাম নিচ্ছে না। ৩ ম্যাচে এখনও পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন রশিদ।

কেকেআরের হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬-৩ জেতা-হারার রেকর্ড রয়েছে। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিক ভাবেই আজকের ম্যাচে কেকেআরের পক্ষে তা বড় অ্যাডভান্টেজ।

কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ফর্মে রয়েছেন, যা অবশ্যই কলকাতার কাছে বড় স্বস্তির কারণ। কিন্তু কেকেআরের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হল ফিল্ডিং। ক্যাচ ফেলা মিসফিল্ডিং অহরহ লেগেই রয়েছে কলকাতায়।

স্কোয়াড

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা (উইকেটকিপার), উমেশ যাদব

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, অকলব্য দ্বিবেদী, মোয়েসিস হেনরিক, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যূ মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রান, প্রবীন তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

দুই দলের পরবর্তী ম্যাচ

  • কলকাতার পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল দিল্লিতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে, বিকেল ৪টেয়
  • হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল হায়দ্রাবাদে পাঞ্জাবের বিরুদ্ধে, রাত ৮ টায়।
English summary
Preview: IPL 2017: Match 14: Kolkata Vs Hyderabad on April 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X