For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) IPL 2017 : মরণ-বাঁচন ম্যাচে জয় পেতে মরিয়া গুজরাত-ব্যাঙ্গালোর দুই দলই

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মরশুমে পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরে লিগ তালিকায় সবার শেষে রয়েছে। এবং সুরেশ রায়নার গুজরাত চার ম্যাচ খেলে একটিতে জিতে ব্যাঙ্গালোরের উপরেই রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজকোট, ১৮ এপ্রিল : বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মরশুমে পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরে লিগ তালিকায় সবার শেষে রয়েছে। এবং সুরেশ রায়নার গুজরাত চার ম্যাচ খেলে একটিতে জিতে ব্যাঙ্গালোরের উপরেই রয়েছে।

ফলে লিগ তালিকায় সবচেয়ে নিচে থাকা দুই দল এদিন মুখোমুখি হবে গুজরাতের ঘরের মাঠে। গুজরাত একমাত্র জয় পেয়েছে পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। অন্যদিকে ব্যাঙ্গালোর একমাত্র জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে।

IPL 2017 : মরণ-বাঁচন ম্যাচে জয় পেতে মরিয়া গুজরাত-ব্যাঙ্গালোর

গুজরাতের দল মূলত ব্যাটিং নির্ভর। ডোয়েন স্মিথ, ব্রেন্ডন ম্যাককুলাম, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিকের মতো খেলোয়াড়রা ব্যাটিংয়ে বড় নির্ভরতা দেওয়া নাম। তবে সমস্যা হল, এরা কেউই সেভাবে এখনও জ্বলে উঠতে পারেননি। ম্যাককুলাম কিছুটা খেললেও বাকীরা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

বোলিং গুজরাতের বেশ দুর্বল। অভিজ্ঞ প্রবীণ কুমার প্রথমদিকে উইকেট পেলেও পরের দিকে যথেচ্ছ রান দিচ্ছেন। মুনাফ প্যাটেল এই প্রথম ম্যাচ খেলতে নামলেন গত ম্যাচে। এছাড়া বেসিল থাম্পি, রবীন্দ্র জাদেজা, শিবিল কৌশিক কেউই বোলিংয়ে দাগ কাটতে পারেননি। একমাত্র অ্যান্ড্রু টাই একটি ম্যাচে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নেন। বাকী মনে রাখার মতো বোলিং কেউ করেননি।

অন্যদিকে আরসিবি-ও একই অবস্থা। বিরাট কোহলি, ক্রিস গেইস, এবি ডিভিলিয়ার্স, শ্যেন ওয়াটসনের মতো ব্যাটসম্যানরা থাকলেও একমাত্র এবি ডিভিলিয়ার্স ও কিছুটা কোহলি বাদে কেউই জ্বলে উঠতে পারেননি। গেইলের খারাপ ফর্ম অব্যাহত। এবং ওয়াটসন ব্যাটে-বলে মনে রাখার মতো কিছুই করেননি। এছাড়া বোলিংয়েও তাইমল মিলস, য়ুজবেন্দ্র চাহাল, স্টুয়ার্ট বিনিরা কেউই আহামরি পারফরম্যান্স করতে পারেননি।

এই অবস্থায় দুটি দলই ব্যাটিং নির্ভরতায় ম্যাচ বের করতে পারবে। যে দল বোলিংয়ে বেশি ভালো করবে, ম্যাচ জিতবে তাঁরাই। এদিন হার মানে লিগ জয়ের দৌড়ে প্রায় হারিয়ে যাবে ব্যাঙ্গালোর। গুজরাত হারলে তাদের অবস্থাও একই রকম হবে।

English summary
Preview: IPL 2017: Match 20: Gujarat Vs Bangalore on April 18
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X