For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : পুনে বনাম হায়দ্রাবাদ

আইপিএলের গতবছরের চ্যাম্পিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়েন্টস।বিপক্ষ যখন হায়দ্রাবাদ,তখন ধোনির অফ ফর্মে থাকাটা অবশ্যই পুনের কাছে অবশ্যই অস্বস্তির কারণ

Google Oneindia Bengali News

পুনে, ২২ এপ্রিল : আজ শনিবার আইপিএলের গতবছরের চ্যাম্পিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়েন্টস। বিপক্ষ যখন হায়দ্রাবাদের মতো শক্তিশালী দল, তখন মহেন্দ্র সিং ধোনির অফ ফর্মে থাকাটা অবশ্যই পুনের কাছে অস্বস্তির কারণ।

এইবছরের আইপিএলে টেবিল দেখতে গেলে ৮টি দলের মধ্যে একেবারে তলায় রয়েছে পুনে। পাঁচটি ম্যাচ খেলে মাত্র ২টি জয় এসেছে। হেরেছে ৩টি ম্যাচ। ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। পাশাপাশি রানরেটও অত্যন্ত খারাপ -০.৯৪২।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : পুনে বনাম হায়দ্রাবাদ

পরপর তিনটি ম্যাচে হারার পর শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে পুনে। সেই জয়ের ধারাকে আগামী ম্যাচেও ধরে রাখতে চাইছে পুনে। কিন্তু বিপক্ষে রয়েছে হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের নিরিখে ৩ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। ৬টি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারার আর হেরেছে মাত্র ২টি ম্য়াচ। সংগ্রহে ৮ পয়েন্ট।

হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে পুনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স। এই টুর্নামেন্টের শুরু থেকেই খেলতে সেভাবে খেলতে পারছেন না ধোনি। পুনের আশা হায়দ্রাবাদ ম্যাচে ফর্মে ফিরবেন ধোনি। এখনও পর্যন্ত পুনের ব্যাটিং শুধুমাত্র অধিনায়ক স্টিভ স্মিথ ও অজিঙ্ক রাহানে নির্ভর। আর বোলিংয়ে ইমরান তাহির অনবদ্য বোলিং প্রদর্শন দেখিয়ে আসছেন। শরদুল ঠাকুর এবং বেন স্ট্রোকও মোটের উপর ভাল তবে নজর কাড়া এক্স ফ্যাক্টরের অবশ্যই অভাব রয়েছে দলে।

অন্যদিকে হায়দ্রাবাদ প্রথম থেকেই টুর্নামেন্টে বেশ ধারাবাহিক। শুরুটা ভাল হলেও দুই ম্যাচে কলকাতা ও মুম্বইয়ের কাছে হারতে হয় হায়দ্রাবাদকে। তারপর যদিও পাঞ্জাবকে হারিয়ে ফের খেলায় ফেরে হায়দ্রাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ান ধারাবাহিকভাবে ভালউ খেলছেন। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার এবং আফগানিস্তানে তরুণ স্পিনার রশিদ খান হায়দ্রাবাদের বোলিং অ্যাটাককে শক্তিশালী করেছে।

স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

রাইজিং পুনে সুপারজায়েন্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা

English summary
Preview: IPL 2017: Match 24: Pune Vs Hyderabad on April 22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X