For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ডেয়ারডেভিলস

আইপিএলের দৌড়ে পিছিয়ে থাকা দুই দল দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট ঝুলিতে পুরতে দুই দলই মরিয়া চেষ্টা চালাবে।

Google Oneindia Bengali News

মোহালি, ২৯ এপ্রিল : আইপিএলের দৌড়ে পিছিয়ে থাকা দুই দল দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট ঝুলিতে পুরতে দুই দলই মরিয়া চেষ্টা চালাবে।

৮টি ম্যাচে ৫টিতে হেরে মাত্র ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে ৭টি ম্যাচের ৫টিতে হেরে লিগ টেবিলের একেবারে শেষে জাহির খানের দিল্লি।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ডেয়ারডেভিলস

দিল্লির জন্য এদিনের ম্যাচটা জীবন মরন ম্যাচ। এই ম্যাচে হারলেই দিল্লি প্লে অফে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। পাঞ্জাব দিল্লির তুলনায় অপেক্ষাকৃত ভাল অবস্থায় রয়েছে। কিন্তু এদিনের ম্যাচে হারলে প্লে অফের ক্ষেত্রে চাপ তৈরি হবে পাঞ্জাবের।

দুই দলই তাদের শেষ ম্য়াচে হেরেছে। তবে পাঞ্জাবের কাছে সবচেয়ে বড় শঙ্কার কারণ হল ফর্মে থাকা হাসিম আমলার হ্যামস্ট্রিংয়ের চোট। যদিও শন মার্সের গতকালের ৮৪ রানের অনবদ্য ইনিংস পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েসের চিন্তা খানিকটা হলেও নিরসন করতে পারবে।

পাঞ্জাব যদি নিজেদের আগামী পর্বেও জিইয়ে রাখতে চায় তাহলে এদিনের ম্যাচে ব্যাটে বলে ফিল্ডিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স দিতে হবে।

এদিকে পাঞ্জাবের মুখ্য বোলার ইশান্ত শর্মার পারফরম্যান্স দলকে ভাবাচ্ছে। এখনও পর্যন্ত উইকেট পাননি ইশান্ত তার উপর গত ম্যাচে প্রচুর রান দিয়েছেন। পাঞ্জাবের এখন একমাত্র আশা দিল্লির বিরুদ্ধে অন্তত ফর্মে ফিরুন ইশান্ত।

অন্যদিকে কলকাতার বিরুদ্ধে ১৬০ রানের মতো মোটামুটি ভাল রান তুলেও হারার ফলে মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে দিল্লির।

ব্যাটের দিক থেকে দেখতে গেলে দিল্লির ভরসা সেই সঞ্জু স্যামসংয়েই আটকে থাকছে। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে সঞ্জুর। একটি শতরানও করেছেন তিনি। কিন্তু এর বাইরে সেভাবে বলতে গেলে দিল্লির ব্যাটিং শক্তি এই মুহূর্তে শূন্য। গত ম্যাচে শ্রেয়স আইয়ার ভাল খেললেও তা পরের ম্যাচে ধরে রাখতে পারেন কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ওপেনারদের খেলতেই হবে। না হলে শুধু একজন ব্যাটসম্যানের উপর ভরসা করে ম্যাচ জেতা যাবে না। তবে পাঞ্জাবের তুলনায় দিল্লির বোলিং লাইন আপ ভাল। অধিনায়ক জাহির খানের পাশাপাশি পেসে কোরি অ্য়ান্ডারসন, প্যাট কামিন্স। তবে স্পিনে অমিত মিশ্রকে আরও ভাল পারফরম্যান্স দিতে হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব

গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মনন ভোহরা, শন মার্শ, আরমান জাফর, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মার্কাস স্টইনিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক

দিল্লি ডেয়ারডেভিলস

জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস

English summary
Preview: IPL 2017: Match 36: Punjab Vs Delhi on April 30
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X