For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) IPL : প্লে অফে টিঁকে থাকতে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামছে দিল্লি

ঘরের মাঠে আজ শনিবার শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামছে দিল্লি। প্লে অফে টিঁকে থাকতে গেলে বাকী সবকটি ম্যাচেই জিততে হবে দিল্লিকে। অন্যদিকে মুম্বই ইতিমধ্যে লিগ তালিকায় সবার উপরে থেকে প্লে অফে চলে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ মে : গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দুশোর বেশি রান তাড়া করে সাত উইকেটে জেতার পর ফের একবার ঘরের মাঠে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ডেয়ারডেভিলস। প্লে অফে টিঁকে থাকতে গেলে বাকী সবকটি ম্যাচেই জিততে হবে দিল্লিকে। অন্যদিকে মুম্বই ইতিমধ্যে লিগ তালিকায় সবার উপরে থেকে প্লে অফে চলে গিয়েছে।

এই মুহূর্তে মুম্বই ১০ ম্যাচ খেলে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার উপরে রয়েছে। অন্যদিকে দিল্লি ১০টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

(প্রিভিউ) IPL : প্লে অফে টিঁকে থাকতে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামছে দিল্লি

দিল্লি শেষ দুটি ম্যাচেই বড় রান তাড়া করে জিতেছে। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ১৮৫ রান তাড়া করে ৬ উইকেটে জেতার পরে শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ২০৮ রান তাড়া করে ৭ উইকেটে জয় পেয়েছে করুণ নায়ারের ছেলেরা।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য ফর্মে রয়েছে। একমাত্র পুনে সুপারজায়ান্টসের কাছে দুটি ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল। বাকী সবকটি ম্যাচ জিতেছে। মুম্বই ব্যাটিং বোলিং সব বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করছে। এদিকে দিল্লির শক্তি তরুণ ভারতীয় ব্যাটসম্যানরা।

সঞ্জু স্যামসন, ঋষভ পান্থ, করুণ নায়ারদের পাশাপাশি কোরি অ্যান্ডারসন, ক্রিস মোরিসরা রয়েছেন শেষদিকে ব্যাটিংয়ে ঝড় তোলার জন্য। তাছাড়া পরপর দুটি ম্যাচে জয় পেয়ে কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে দিল্লি টিম। এই অবস্থায় করুণ নায়ারের ছেলেরা মুম্বইকে হারিয়ে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

দিল্লি ডেয়ারডেভিলস

করুণ নায়ার (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, জাহির খান, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েট, স্যাম বিলিংস

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, জস বাটলার, শ্রেয়স গোপাল, কৃষ্ণাপ্পা গৌতম, আসেলা গুনরত্নে, হরভজন সিং, মিচেল জনসন, কুলওয়ন্ত কেজরোলিয়া, সিদ্দেশ লাড, মিচেল ম্যাকক্লেনঘন, লাসিথ মলিঙ্গা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, দীপক পুনিয়া, নীতেশ রানা, অম্বাতি রায়াডু, জিতেশ শর্মা, করণ শর্মা, লেন্ডল সিমন্স, টিম সাউদি, জগদীশ সুচিত, সৌরভ তিওয়ারি, আর বিনয় কুমার

English summary
Preview: IPL 2017: Match 45: Delhi Vs Mumbai on May 6
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X