For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) আইপিএল ১০ : ম্যাচ ৫ : 'চোট'-এ জর্জরিত ব্যাঙ্গালোরকে হারাতে সুবর্ণ সুযোগ দিল্লির কাছে

আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে সুবর্ণ সুযোগ প্রথম ম্যাচে জয় জিয়ে আইপিএল ২০১৭-র যাত্রা শুরু করার। কারণ অপরপ্রান্তে খেলতে নামবে চোট জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৮ এপ্রিল : আজ ৮ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে সুবর্ণ সুযোগ প্রথম ম্যাচে জয় জিয়ে আইপিএল ২০১৭-র যাত্রা শুরু করার। কারণ অপরপ্রান্তে খেলতে নামবে চোট জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শনিবারের ম্যাচেও অনিশ্চিত আরসিবির তারকা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। দলের অধিনায়ক বিরাট কোহলিও নেই দলে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে এমনিতেই ব্যাঙ্গালোর দলের মনোবল একেবারে তলানিতে। তার উপর দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি ব্যাঙ্গলোরর জয়ের পক্ষে বড় বাধা।

(প্রিভিউ) আইপিএল ১০ : ম্যাচ ৫ : 'চোট'-এ জর্জরিত ব্যাঙ্গালোরকে হারাতে সুবর্ণ সুযোগ দিল্লির কাছে

ভরসা শুধু পাওয়ার হিটার ক্রিস গেইল। তবে যদি গেইল একদিন খেলে দিতে পারেন তাহলে অন্য কেউ খেলল কি খেলল না তা না ভাবলেও চলে। একা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন গেইল। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্য়াচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যুবরাজ সিংও। ২৭ বলে ৬২ রান করেছিলেন তিনি।

ডিভিলিয়ার্স, কোহলি ছাড়াও দলের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলও এদিনের ম্যাচে খেলবেন না। ফলে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ স্বাভাবিক ভাবেই দুর্বল হয়ে পড়েছে। তার উপরে প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের নেতৃত্বাধীন দিল্লির বোলিং লাইনআপ আরসিবিকে ভাবাচ্ছে।

তবে, গত ৯ সিজনে দিল্লি ছিল সবচেয়ে খারাপ পারফর্ম করা দল। তাই এবার প্রথম দিকেই বেশ কয়েকটা ম্যাচ জিতে দলতে এগিয়ে রাখতে চাইছেন জাহির। ব্যাঙ্গালোরের চোটে জর্জরিত দল তাই দিল্লির কাছে সুবর্ণ সুযোগ।

তবে চোট সমস্যা যে দিল্লিতেও নেই তা বললে ভুল বলা হবে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং জেপি ডুমিনি ইতিমধ্যেই টুর্নামেন্টের বাইরে। ককের চোট থাকলেও ডুমিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বেরিয়েছেন। এদিকে দলের লড়াকু ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও চিকেন পক্সে আক্রান্ত। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মহম্মদ সামির চোটও অবশ্যই চিন্তার কারণ।

তার উপরে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে এই সিজনে বল করেননি জাহির। তাই আইপিএল-এ তাঁর বোলিং পারফরম্যান্স কেমন হয় তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছেই।

তবে দিল্লির কাছে ঋষভ পন্থের মতো তরুণ প্রতিভা রয়েছে প্রয়োজনে তিনি ব্যাটও ঘোরাতে পারেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের টি২০ অধিনায়ক কার্লোস ব্রেটওয়েইট এবং অজি পেসার প্য়াট কামিন্সও ফর্মে রয়েছেন। এছাড়াও দিল্লি ভরসা রাখতে পারে নিউজিল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনের উপর।

স্কোয়াড

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :

ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন (অধিনায়ক), কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ,অঙ্কিত চৌধুরি, যুজুবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীন দুবে, বিলি স্ট্যানলেক, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স

দিল্লি ডেয়ারডেভিলস :

জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুন নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস।

দুই দলের পরের ম্যাচ

  • ব্যাঙ্গালোরের পরের ম্যাচ ১০ এপ্রিল ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাত ৮ টায়।
  • দিল্লির পরবর্তী ম্যাচ ১১ এপ্রিল পুনেতে রাইজিং পুনে সুপারজায়েন্টসের বিরুদ্ধে রাত ৮ টায়।
English summary
IPL 2017, Match 5 Preview: Injury-hit Royal Challengers Bangalore and Delhi Daredevils look to outshine each other
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X