For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন অধিনায়কের হাত ধরে জয় ফিরতে মরিয়া দিল্লি, পরিসংখ্যান এগিয়ে রাখছে কলকাতাকেই

ঘরের মাঠে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলস। দু'টি দলই শেষ ম্যাচে হেরেছে। ঘরের মাঠে ভাগ্যের চাকা পাল্টে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া দিল্লি।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

কয়েক দিনের বিশ্রামের পর ফের আইপিএলের ম্যাচ নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি দীনেশ কার্তিকের দল।

নতুন অধিনায়কের হাত ধরে জয় ফিরতে মরিয়া দিল্লি, পরিসংখ্যান এগিয়ে রাখছে কলকাতাকেই

অ্যাওয়ে ম্যাচ হলেও এই ম্যাচে ফেভারিট কলকাতাই। কারণ চলতি আইপিএলে একে বারেই ভাল অবস্থায় নেই দিল্লি ডেয়ারডেভিলস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলেছে দিল্লি। যার মধ্যে জয় এসেছে মাত্র ১টি ম্যাচে। হার ৫টি ম্যাচে। মাত্র একটি জয় থেকে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে দিল্লি।

বড় আশা করে আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে নিলাম থেকে দলে নেয় ডিডি। কিন্তু যে আশা নিয়ে গৌতমকে নিলাম থেকে দলে নিয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ সেই আশা পূরণ করতে ব্যর্থ গম্ভীর। দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে গত ম্যাচে হারের পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান গৌতম।

তাঁর বদলে তরুণ শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নেয় দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ।
দিল্লি টিম সূত্রে খবর, নাইট রাইডার্সের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন আনতে পারেন নতুন অধিনাক শ্রেয়াস আইয়ার। গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ পাওয়া অমিত মিশ্রার পরিবর্তে দলে ফিরতে পারেন শাহবাজ নাদিম। পাশাপাশি কেকেআর-এর বিরুদ্ধে দলের অন্যতম দুই সেরা অস্ত্র জেসন রয় এবং ক্রিস মরিসকে পাওয়া যাবে কি না সেই বিষয়ও নিশ্চিত নয় দিল্লি।

নতুন অধিনায়কের হাত ধরে জয় ফিরতে মরিয়া দিল্লি, পরিসংখ্যান এগিয়ে রাখছে কলকাতাকেই

দিল্লি ডেয়ারডেভিলস শিবির যখন নিজেদের সমস্যাতেই ব্যস্ত তখন দিল্লি ম্যাচের আগে বেশ ফুর ফুরে মেজাজে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হারতে হলেও গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে। চলিত আইপিএলে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে কলকাতা। হারও তিনটি ম্যাচে। মোট ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে শাহরুখ খানের দল।

দিল্লির বিরুদ্ধে অতীত রেকর্ডও কেকেআর-এর পক্ষ্যেই আছে অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২০ বার দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার মধ্যে কেকেআর জয়ী ১৩টি ম্যাচে এবং ৭টি ম্যাচে জয়ী ডিডি।

দিল্লির ঘরের মাঠের নাইট রাইডার্সেরই পাল্লা ভারী। ফিরোজ শাহ কোটলায় শেষটি আটটি ম্যাচে সাতটিতেই দিল্লিকে হারিয়েছে কলকাতা।

তবে, অতীতকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে নারাজ দীনেশ কার্তিকের দল। দিল্লির বিরুদ্ধে রীতি মতো হোম ওয়ার্ক করেই তাঁরা মাঠে নামতে চলেছেন। কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, হ্য়ামস্ট্রিংয়ে সামান্য চোট থাকায় এই ম্যাচে কিছুটা সংশয় রয়েছে অ্যান্দ্রে রাসেলকে পাওয়া নিয়ে। তবে, টিমের এক পক্ষের দাবি রাসেলকে খেলাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ফলে একই দল ধরে রেখে দিল্লির বিরুদ্ধে নামতে চাইছে কলকাতা। এখন দেখার মাস্ট উইন ম্যাচে শেষ হাসি হাসেন কোচ অধিনায়ক।

English summary
Preview of the match between Delhi Daredevils and Kolkata Knight Riders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X