For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর

বুধবার আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।

Google Oneindia Bengali News

বুধবার আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের মতো এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্সের কাছেও।

ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর

[আরও পড়ুন: মুম্বই ম্যাচের আগে এই পরিসংখ্যানই সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেকেআরকে][আরও পড়ুন: মুম্বই ম্যাচের আগে এই পরিসংখ্যানই সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেকেআরকে]

রবিবারই চলতি আইপিএলে প্রথম মুখোমুখি হয়েছিল এই দু'টি দল। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল মুম্বই দলকে হারাতে ব্যর্থ হয় দীনেশ কার্তিকের কেকেআর। ওয়াংখেড়েতে ১৩ রানে ম্যাচ হারতে হয় কেকেআরকে।
এই মুহূর্তে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে আছে কলকাতা। দশ ম্যাচের মধ্যে কলকাতার জয় পাঁচটি ম্যাচে এবং হার পাঁচটি ম্যাচে।

গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ওপেনিং-এ সুনীল নারিনকে না পাঠানোয় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে। পরে দীনেশ জানান শরীর অসুস্থ থাকায় ওপেনিং-এ নামানো হয়নি নারিনকে। তবে, এই ম্যাচে নারিনকে যে ওপেনিংয়ে নামানো হবে তা-ও জানিয়ে দেন এই উইকেটরক্ষক ব্য়াটসম্যান।

কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচের দলে দু'টি পরিবর্তন আনতে পারেন দীনেশ কার্তিক। মিচেল জনসনের পরিবর্তে এই ম্যাচে কলকাতার দলে সুযোগ পেতে পারেন টম কুরান এবং প্রসিদ্ধা কৃষ্ণের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন শিভম মাভি।

অন্য দিকে, কেকেআর এর সমসংখ্যক ম্য়াচ খেলে মুম্বইয়ের পয়েন্ট আট। তাদের জয় চারটি ম্যাচে এবং হার ছ'টি ম্যাচে। দশ ম্যাচ থেকে আট পয়েন্ট অর্জন করে কেকেআর-এর ঠিক একধাপ নীচে, লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে নীতা অম্বানির দল।

গত ম্যাচে কলকাতাকে হারালেও শাহরুখ খানের দলকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। কারণ যে পরিস্থিতিতে বাণিজ্য নগরীর দলটি দাঁড়িয়ে, সেখানে একটি ম্যাচে হার মানেই প্লে অফের আশা প্রায় শেষ। ফলে মাস্ট উইন ম্যাচে ঝুঁকি নিতে নারাজ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে চান না রোহিত। যে দল ওয়াংখেড়েতে হারিয়েছিল কেকেআরকে, সেই দলের উপরই ভরসা রাখতে চান অধিনায়ক।

English summary
kolkata knight riders will face mumbai indians at eden gardens. The game is must win for MI. Not only for mumbai, win in this match will help kkr to stay alive in play off race.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X