For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ট উইন ম্যাচে মুখোমুখি রাজস্থান-ব্যাঙ্গালোর, জেনে নিন কেমন তৈরি দুই দল

আইপিএলের মেগা ম্যাচে শনিবার রাজস্থানের সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু’টি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।

Google Oneindia Bengali News

আইপিএলের মেগা ম্যাচে শনিবার রাজস্থানের সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু'টি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। এই দুই দলের মধ্যে যে দল জিতবে, সেই দলই অনেকটা এগিয়ে যাবে প্লে-অফের দিকে।

মাস্ট উইন ম্যাচে মুখোমুখি রাজস্থান-ব্যাঙ্গালোর, জেনে নিন কেমন তৈরি দুই দল

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্বভাবতই দুই দলের ফোকাসে শুধুই প্লে-অফ।তবে, আজ প্লে-অফে পৌছনোর লড়াইতে রাজস্থান রয়্যালসের তুলনায় কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২০১৮ আইপিএলে এখনও ১৩ ম্যাচে খেলেছে ব্যাঙ্গালোর। তার মধ্যে আরসিবির জয় ছয়টি ম্যাচ এবং হার সাতটি ম্যাচে। মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চমস্থানে রয়েছে আরসিবি। তবে, নেট রান রেট অনেকটা ভাল থাকায় এই ম্যাচ জিতলেই প্লে-অফের দরজায় কড়া নাড়া শুরু করে দেবে আরসিবি।

ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে নারাজ অধিনায়ক বিরাট কোহলি। যেই দলের উপর ভিত্তি করে পরের পর ম্যাচ জিতেছে কোহলি, সেই দলকে ধরেই জয়পুরের মাঠে নামতে চাইছেন তিনি।

অন্য দিকে, আরসিবির বিরুদ্ধে নামার আগে অনেকটাই ব্যাকফুটে রাজস্থান। দেশের হয়ে খেলার জন্য জস বাটলার ফিরে গিয়েছেন ইংল্যান্ডে। ফলে একার কাঁধে ভর করে একের পর এক ম্যাচ জেতানো জসকে ছাড়া মাঠে নামাটা অন্যতম চাপের কারণ অজি়ঙ্ক রাহানের দলের কাছে। পশাপাশি ঘরের মাঠে ম্যাচ হলেও চাপ অনেকটাই বেশি অজিঙ্ক রাহানের দলের উপর। কারণ দুই দলের লেখাঝোকা লিগ টেবিলে একই রকম হলেও নেট রান রেটের ফারাকটা বিস্তর। আরসিবির মতোই ১৩ ম্যাচে রাজস্থানের পয়েন্ট। জিতেছে ছ'টি ম্যাচে, হার সাতটি ম্যাচে। কিন্তু নেট রান রেটের বিচারে পিছিয়ে আরসিবির এক ধাপ নীচে ষষ্ঠস্থানে রাজস্থান। এই পরিস্থিতিতে প্লে-অফ নিশ্চিত করতে হলে শুধু রাজস্থান রয়্যালসকে জিতলেই চলবে না, জিততে হবে অনেক বড় ব্যবধানে।

রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দলে নিশ্চিত ভাবে দু'টি পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে জস বাটলার এবং ইশ শোধির ফেলে আসা যায়গায়।

এখন দেখার এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাটলারের অভাব পূরণ করে প্লে-অফ নিশ্চিত করতে পারে কি না রাজস্থান!

English summary
In a must win Match Royal Challengers Bangalore and Rajasthan Royals will face each other at Swai Man Singh Stadium. The team who will win the match will be the front runner in the race of play off.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X