এক দিনের সিরিজের ভাগ্য নির্ধারণকারী ম্যাচে লিডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। তিন ম্যাচের ওডিআই সিরিজে একটি করে ম্যাচ জিতে রয়েছে দুই দল।
একদিনের সিরিজের প্রথম ম্যাচে নটিংহ্যামে কুলদীপ যাদবের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দেয় ভারত।
কিন্তু এর পরই সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। জো রুটের অনবদ্য শতরান এবং ডেভিড উইলির অলরাউন্ড পারফরম্যান্সে ঐতিহাসিক লর্ডসে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে লিডসে ইংলিশ ক্রিকেটারদের কাছে লড়াইটা সিরিজ জয়ের পাশাপাশি সম্মানরক্ষারও।
ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে ইংল্যান্ড। লিডসে তৃতীয় ওডিআই ম্যাচের আগে ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরার অভাব তুলে ধরেন সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, 'ওডিআই ফর্ম্যাটে দলের প্রধান দুই বোলারকে আমরা মিস করছি। বিশ্বকাপের আগে আর বেশি ম্যাচ আমরা পাব না। খুব জোড় ১৬ বা ১৭টা ম্যাচ খেলার সুযোগ পাব। এই পরিস্থিতিতে দলের রিজার্ভ বেঞ্চ কতটা তৈরি সেটাও ঝালিয়ে নেওয়া হচ্ছে।'
ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে হয়তো দলে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার। তবে, ফিটনেস টেস্টে পাশ করতে পারলেই প্রথম একাদশে সুযোগ হবে ভুবির। ভুবি ফিরলে বেঞ্চে বসতে হতে পারে সিদ্ধার্থ কলকে।
অন্য দিকে, লর্ডসে আঙুলে চোট পাওয়ার কারনে তৃতীয় ওডিআই ম্যাচে পাওয়া হয়তো যাবে যাবে না ইংলিশ ওপেনার জেসন রয়কে। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের দলে ডাকা হয়েছে স্যাম বিলিংসকে। ডেভিড মালানের পরিবর্তে দলে ডাকা হয়েছে জেমস ভিন্সকে। ম্যাচের আগে ফিটনেস টেস্টে যদি রয় পাশ না করতে পারেন, তাহলে সুযোগ চলে আসবে ভিন্স এবং বিলিংসের কাছে।
টি২০ সিরিজেও ভাগ্য নির্ধারণকারী ম্যাচের আগে চিত্রটা ছিল একই রকম। প্রথম ম্যাচে ভারত জিতলেও, দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফিরিয়ে আনে ইংল্যান্ড। কিন্তু শেষ টি২০ ম্যাচ হেরে তারা সিরিজ ফেলে আসে মাঠেই।
তবে, অতীতের ঘটনা ফের একবার ঘটবে না বলেই আশাবাদী ইংল্যান্ড শিবির। তাদের বিশ্বাস শেষ ওডিআই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেবে ইয়ন মর্গ্যান অ্যান্ড কোম্পানি।