For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা খাতে অনুদান, রোহিত-মিতালি-শরদদের ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদীর

করোনা খাতে অনুদান, রোহিত-মিতালি-শরদদের ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস যত প্রভাব বিস্তার করছে, ততই এককাট্টা হচ্ছে ভারতবাসী। দেশের সাধারণ মানুষ থেকে ক্রিকেটার ও সেলেব্রিটি, দুঃসময়ে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকে। করোনা মোকাবিলার জন্য তৈরি তহবিল অনুদান জমা করা দেশের ক্রীড়াবিদদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী ৩৯ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসের বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা আট লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে ৩২ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা বারোশো পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনকে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের এই উদ্যোগে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে দেশের ক্রীড়াবিদ ও সেলেব্রিটিরা। করোনা আক্রান্তদের সুশ্রুষা ও দরিদ্রদের সেবার্থে একটি তহবিল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। তাতে প্রতিদিনই কিছু না কিছু অনুদান দিয়ে চলেছেন দেশের ক্রীড়াবিদরা।

রোহিত-মিতালি-শরদ

রোহিত-মিতালি-শরদ

বিসিসিআই, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ব্যাটসম্যান সুরেশ রায়নার পর করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় সরকারি তহবিলে ৮০ লক্ষ টাকা জমা করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। অর্থ দিয়ে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা মিতালি রাজ, প্যারা অ্যাথলিট শরদ কুমার ও এশা সিং।

মোদীর বার্তা

টুইটারে রোহিত শর্মা, মিতালি রাজ, শরদ কুমার ও এশা সিং-কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

English summary
Prime Minister Narendra Modi thanks Indian sports persons for their contribution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X