For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর দুর্দান্ত কামব্যাক, রঞ্জিতে হাঁকালেন ৮৪ বলে শতরান

পৃথ্বীর দুর্দান্ত কামব্যাক, রঞ্জিতে হাঁকালেন ৮৪ বলে শতরান

  • |
Google Oneindia Bengali News

ডোপিং-র অভিযোগে প্রায় চার মাস নির্বাসিত থাকা তরুণ পৃথ্বী শ ক্রিকেটে ফিরেই কামাল দেখালেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যেখানে শেষ করেছিলেন, রঞ্জিতে সেখান থেকেই শুরু করলেন ডান-হাতি। মাত্র ৮৪ বলে শতরান হাঁকিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করলেন।

মুম্বই বনাম বরোদা

মুম্বই বনাম বরোদা

ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে বরোদার বিরুদ্ধে তাদের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলছে মুম্বই। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৩১ রান করে অজিঙ্ক রাহানেরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৭ রানে গুটিয়ে যায় বরোদার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শ-র শতরানের দৌলতে চালকের আসনে সচিন তেন্ডুলকরের শহর।

প্রথম ইনিংসে পৃথ্বী

প্রথম ইনিংসে পৃথ্বী

বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে মুম্বই-র হয়ে ওপেন করতে নেমে ৬২ বলে ৬৬ রান করেন তরুণ পৃথ্বী শ। ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন এই ডান-হাতি।

দ্বিতীয় ইনিংসে পৃথ্বী

দ্বিতীয় ইনিংসে পৃথ্বী

ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৪ বলে শতরান পূর্ণ করেন মুম্বই-র ওপেনার পৃথ্বী শ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। যে গতিতে ব্যাট করছেন, তাতে দ্বিশতরানও করে ফেলতে পারেন তরুণ মুম্বইকর।

দারুণ কামব্যাক

দারুণ কামব্যাক

নিষিদ্ধ ওষুধ পান করার অভিযোগে পৃথ্বী শ-কে ক্রিকেট থেকে নির্বাসিত করে বিসিসিআই। কয়েক দিন আগে নিজের ২০তম জন্মদিনে নেটে অনুশীলনে নেমে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসার বার্তা দেন তরুণ মুম্বইকর। এখনও পর্যন্ত নিজের লক্ষ্যে সফল পৃথ্বী।

English summary
Prithvi Shaw hits hundred of just 84 balls in Ranji Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X