For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি: বাইশ গজে প্রত্যাবর্তনে দ্বিশতরান হাঁকালেন পৃথ্বী শ

বাইশ গজে প্রত্যাবর্তনে দ্বিশতরান হাঁকিয়ে জাতীয় দলে প্রবেশে রাস্তা মজবুত করলেন পৃথ্বী শ

  • |
Google Oneindia Bengali News

ডোপ টেস্টে ফেল করায় নির্বাসিত হয়েছিলেন। আট মাসের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে এবার রঞ্জিতে দ্বিশতরান হাঁকালেন পৃথ্বী শ। প্রত্যাবর্তনের পর প্রথম রঞ্জি ম্যাচে বরোদার বিরুদ্ধে ২০২ রান করে আউট হয়েছেন পৃথ্বী।

পৃথ্বীর ইনিংসের একঝলক

পৃথ্বীর ইনিংসের একঝলক

ম্যাচে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬২ বলে ৬৬ রান করেছিলেন। ইনিংসে ১১টি চার ও ১টি ছয় ছিল। প্রথম ইনিংস সেঞ্চুরি হাতছাড়া করা যেন দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিলেন। দ্বিতীয় ইনিংসে ১৭৯ বল খেলে ২০২ রান করেন পৃথ্বী। ইনিংস সাজানো ১৯টি চার ও ৭টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ১১২।

পৃথ্বীর প্রত্যাবর্তন

পৃথ্বীর প্রত্যাবর্তন

ডাক্তারের ভুলে কাশি সারাতে ভুল ওষুধ খেয়ে ডোপ পরীক্ষায় ফেল করেন পৃথ্বী। যারপর তাঁকে বোর্ডের পক্ষ থেকে আট মাসের নির্বাসন করা হয়েছিল। নির্বাসনের কঠিন সময় পার করে এরপর মুম্বই দলের জার্সিতে প্রত্যাবর্তন।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রত্যাবর্তন করে ৫ ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি করেন পৃথ্বী। এরপর এদিন ৮৪ বলে সেঞ্চুরি ও ১৭৪ বলে দ্বিশতরানে পৌঁছন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই পৃথ্বীর প্রথম দ্বিশতরান।

 একনজরে প্রত্যাবর্তনের পর পৃথ্বীর ইনিংস

একনজরে প্রত্যাবর্তনের পর পৃথ্বীর ইনিংস

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে যথাক্রমে ৬৩, ৩০, ৬৪, ৩০, ৫৩ ও রঞ্জিতে ৬৬, ২০২ রান হাঁকিয়েছেন পৃথ্বী শ।

English summary
Prithvi Shaw hits Maiden first-class double hundred in ranji match against baroda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X