For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর মুকুটে কি আরও এক নতুন পালক - বোর্ড সূত্রে মিলল সেরকমই ইঙ্গিত

এক রিপোর্টে বলা হয়েছে, অত্যন্ত সফল টেস্ট অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক হতে পারে পৃথ্বী শ-এর।

  • |
Google Oneindia Bengali News

অভিষেক টেস্ট সিরিজে ভাল খেলার পুরস্কার পেতে পারেন পৃথ্বী শ। একটি সূত্রের খবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একদিনের ম্যাচে অভিষেক ঘটতে পারে তাঁর।

পৃথ্বীর মুকুটে কি আরও এক নতুন পালক

এক সর্বভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আসন্ন একদিনের সিরিজেই তাঁকে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে আরেক মুম্বইকর রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে। জানা গিয়েছে সম্প্রতি কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি ও দুই সহ অধিনায়ক রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানের সঙ্গে রিভিউ মিটিং করেছেন জাতীয় নির্বাচকরা। সেখানে সিনিয়র খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে বিশ্বকাপের াগে তরতাজা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সুযোগে কিচু নতুন মুখকে দেখে নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে।

পৃথ্বীকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও পাকা হয়নি। তবে এই সিরিজেই তাঁর অভিষেক ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্য়াচের ভারতীয় দল গো,ণা করা হয়েছে। তাতে পৃথ্বীর নাম নেই কিন্তু পরের ম্যাচগুলিতে কিন্তু তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, বিশ্বকাপই পাখির চোক। তার জন্যি খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। আসল বিষযটা হল মূল দলের খেলোয়াড়দের কীভাবে সুস্থ তরতাজা রাখা যায়। ইতিমধ্যেই হার্দিক পাণ্ডিয়া, বুমরা বা বূবিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে। তাঁরা নিয়মিত দলে থাকছেন না।

ওয়ানডে-তে রোহিতের সঙ্গে অবশ্যই ওপেনে প্রথম পছন্দ শিখর ধাওয়ান। কিন্তু তিনি তিন ধরণের ক্রিকেটই খেলেমন। তাই ফর্মে থাকা শিখরকে প্রথম দুই একদিনের ম্যাচের পর বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে শুধু পৃথ্বীই নন, নির্বাচকরা ওই সিরিজে আরও কয়েকজন নতুন মুখকে সুযোগ দিতে পারেন।

English summary
A report said after very successful test debut, Prithvi Shaw likely to make ODI debut also against West Indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X