For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার মুখে পৃথ্বী শ!

চোটের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার মুখে পৃথ্বী শ!

  • |
Google Oneindia Bengali News

পৃথ্বী শ-র জাতীয় দলে ফেরার রাস্তা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। ডোপিং-র অভিযোগে প্রায় চার মাসের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে এবার চোটের কবলে পড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা। চোট এতটাই গুরুতর যে, আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলে পৃথ্বী নাও নির্বাচিত হতে পারেন বলে সূত্রের খবর।

টপলেস ছবি

টপলেস ছবি

এই ছবিতে গাঢ় নীল রংয়ের লং স্কার্ট শরীরে থাকলেও কোনও টপ নেই শরীরে। চুল দিয়ে ঢাকা বক্ষযুগল। হাতের ট্যাটুগুলির শো-অফ করছেন বানী।

পৃথ্বীর চোট

পৃথ্বীর চোট

মুম্বই-র হয়ে রঞ্জির ম্য়াচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে কাঁধের বাঁ-দিকে চোট পান ২০ বছরের পৃথ্বী শ। এমআরআই রিপোর্টে ধরা পড়েছে যে তাঁর কাঁধে হালকা চিড় ধরেছে।

পাবলিসিটি স্টান্ট

পাবলিসিটি স্টান্ট

দুবছর আগের ছবি কীভাবে সোস্যাল মিডিয়ায় এখন ভাইরাল হল, যখন বানী বিগ বস ১০-এর বাড়ির ভিতর প্রতিযোগী হিসাবে রয়েছেন। বিষয়টা কি কাকতালীয় নাকি পাবলিসিটি স্টান্ট?

তিন সপ্তাহের বিশ্রাম

তিন সপ্তাহের বিশ্রাম

ডাক্তাররা জানিয়েছেন, পৃথ্বী শ-র চোট এতটাই গুরুতর যে তাঁকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। চোট সারিয়েই পৃথ্বী ক্রিকেট খেলতে পারবেন, তার নিশ্চয়তাও দিচ্ছেন না ডাক্তাররা। তাঁদের পরামর্শ, ফেব্রয়ারিতে ব্যাট হাতে না তোলাই দেশের তরুণ ক্রিকেটারের জন্য সমীচিন হবে।

বিগ বস প্রতিযোগী

বিগ বস প্রতিযোগী

মিডিয়ার খবর বিগ বস ১০-এর তারকা প্রতিযোগীদের মধ্যে বাণী ও রাহুল দেবের পারিশ্রমিকের পরিমাণ সবচেয়ে বেশি। ২ কোটি টাকা। অথচ সেই হারে দুজনের কেউই দর্শকের মনোরঞ্জনের রসদ জোগাতে পারছেন না।

এনসিএ-তে পৃথ্বী

এনসিএ-তে পৃথ্বী

চোট সারিয়ে দ্রুত ক্রিকেটে ফেরার সংকল্প নিয়ে এনসিএ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পৃথ্বী শ। আগামী মাসে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় এ দলের হয়ে পৃথ্বীর খেলার কথা থাকলেও, তিনি পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিক্স প্যাক অ্যাব

সিক্স প্যাক অ্যাব

বানী যেভাবে নিজের শরীর গঠন করেছেন একজন সাধারণ মেয়ের পক্ষে তা ভাবাও বিশাল ব্যাপার। রীতিমতো সিক্স প্যাক অ্যাব বানিয়েছেন বানী। তার উপর শরীরের অর্ধেকের বেশি অংশই ট্যাটুতে ঢাকা।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

বিরাট কোহলিদের আগে নিউজিল্যান্ডে দুটি চার দিনের টেস্ট খেলবে ভারতীয় এ দল। ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই সিরিজ। ১৪ ফেব্রুয়ারি হ্যামিলটনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। তবে দীর্ঘদিন ধরে চলা নিউজল্যান্ড সফরের মাঝপথে পৃথ্বী শ-কে ভারতীয় ক্রিকেট দলে অন্তর্ভূক্ত করা হতে পারে বলে অনেকের ধারণা।

বানীর কেরিয়ার

বানীর কেরিয়ার

বানী হিন্দি এবং পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। এছাড়াও তেলুগু ছবি থিক্কা-য়ও দেখা গিয়েছে বানীকে।

English summary
Prithvi Shaw may miss from the New Zealand test squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X