For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন ,বিরাটের জুতোয় পা গলালেন ভারতের উঠতি এই বাঙালি ক্রিকেটার

ভারতের উঠতি ক্রিকেটার পৃথ্বী শ। অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার এই সময় বেশ নজর কেড়েছেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে তাঁকে সেনসেশন বলা হচ্ছে। পৃথ্বী শ, ভারতের অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক। তাঁকে নিয়ে ভালোরকম আশাবাদী ক্রিকেট মহল।

সচিন ,বিরাটের জুতোয় পা গলালেন ভারতের উঠতি এই বাঙালি ক্রিকেটার

[আরও পড়ুন:ফুটবল থেকে তিনি কী চান, আর ফুটবল তাঁকে কি দিচ্ছে, জানুন মেসির জবানিতে]

আর সেটাই প্রমাণিত হল এমআরএফের ডিলে। ভারতের এই নিয়ে তৃতীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল এই কোম্পানি। বিশ্ব ক্রিকেটেও সেরাদের সঙ্গেই চুক্তি করে এমআরএফ। ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, স্টিভ ওয়ারা এই কোম্পানির লোগো ব্যাটে লাগিয়ে খেলেন। এবার পৃথ্বীও সেই লোগো লাগিয়েই মাঠে নামবেন।

সচিন ,বিরাটের জুতোয় পা গলালেন ভারতের উঠতি এই বাঙালি ক্রিকেটার

এমআরএফের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে এম মাম্মেন জানিয়েছেন, 'এমআরএফ খেলার সেরাদের পাশে দাঁড়ায়,লম্বা সময় ধরে আমরা খেলার সঙ্গে যুক্ত বিশেষ প্রতিভাবানদের নিয়ে আমরা সবসময় কাজ করি। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ দিই। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডররা সবসময় নিজেদের কেরিয়ারকে ফোকাস করে সারা পৃথিবীতে আমাদের পৌঁছে দেয়। আমরা খুশি পৃথ্বী আমাদের সফরের সঙ্গী হওয়ায় আমরা খুশি। আগামী দিনে ওঁর বিশেষ প্রতিভা সকলকে মুগ্ধ করে দেবে । '

সচিন ,বিরাটের জুতোয় পা গলালেন ভারতের উঠতি এই বাঙালি ক্রিকেটার

[আরও পড়ুন:ফের একবার 'ভগবান ও ভক্তে' র মিলন, দেখুন ধোনির ভাইরাল ভিডিও ][আরও পড়ুন:ফের একবার 'ভগবান ও ভক্তে' র মিলন, দেখুন ধোনির ভাইরাল ভিডিও ]

এদিকে পৃথ্বী শ -ও দারুণ খুশি এই নামী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে পেরে। পৃথ্বী বলেছেন,'আমি দারুণ খুশি ও গর্বিত। আমার আইডল সচিন স্যার, ব্রায়ান লারা ও বিরাট স্যারদের দেখে বড় হয়ে উঠেছি। তাঁরা দেশকে বিভিন্ন সম্মান এনে দিয়েছেন, আমি খুশি এম আর এফ আমাকে সই করিয়েছে। '

English summary
Prithvi Shaw place his foot in Sachin and Virat's boot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X